সাগরপারের ডায়েরি পর্ব-৯ | Sagarparer Diary (Episode-9)

সাগরপারের ডায়েরি পর্ব-৯ আজকের প্রসঙ্গ : ডঃ গুহ'র চেম্বার ও নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র হাইওয়ে'র দু'দিকে সাজানো সৌন্দর্য, পার্থবাবুর সান্নিধ্য আর পথের ধারে জলপান - এই ত্রয়ীর সংস্পর্শে বাকি পথে মৌনব্রত নেওয়া আমাকে নিয়ে এল নিউ জার্সি শহরে ডঃ গুহ'র চেম্বার-এ। Dr. Guha Cardiac Thoracic Surgeon, complicated case handle করেন, সুতরাং Edison, New Jersy-তে তিনি একজন অতি পরিচিত, স্বনামধন্য ডাক্তার - যাঁর পসার এবং নাম-ডাকের ব্যাপ্তি তাঁকে 'বিখ্যাত' আখ্যা দিতে পারে। এহেন ডঃ গুহ'র ডাক এবার আমাদের দিকে। তাঁর উচ্চগ্রামের আহবান, 'এই যে Mr Basu, আমরা এইদিকে, আমার চেম্বার-এ চলে আসুন'। চেম্বারটি মূল দরজা দিয়ে ঢুকে ৭/৮টি কাঠের সিঁড়ি বেয়ে ডানদিকে - Elevated Wooden Floor। তাঁর চেম্বার-এই আমরা সকলে প্রথমে জমায়েত হলাম। চেম্বার মানে New Brunswick শহরে প্রায় ১০/১২ কাঠা জমির ওপর দু'তলা ছবির মত বাড়ি। বাড়ির সামনে পার্কিং লট'-এই প্রায় খান দশেক গাড়ি রাখা যায়। এই বাড়িতেই ডঃ গুহ'র প্র্যাক্টিস ও minor surgery। নিউ জার্সি স্টেটের সবথেকে ভালবাসার একটা ...