উদ্ধার | Uddhar

উদ্ধার  ।  (কবিতা)
(শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। এই নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের প্রাক্কালে আসুন আমরা সবাই মিলে নতুন করে একটা সুন্দর সুস্থ পৃথিবী গড়ে তোলবার অঙ্গীকার করি। সাবধানে  থাকি, নিজেকে ও নিজের পরিবারকে পরিচ্ছন্ন রাখি। দোকানে-বাজারে নিজেরাই গড়ে তুলি নির্দিষ্ট queue। আমার 'আমিত্ব' বিসর্জন দিই এই চৈত্র অবসানের সাথে সাথে। কোন ক্ষেত্রেই নিজের প্রভাব খাটিয়ে আইন ভাঙব না। তাহলে হয়তো আঞ্চলিক প্রশাসন ও পুলিশ অনেক সহজভাবে সাধারণ আর অসাধারণের প্রকৃত সংজ্ঞা বুঝবে। নীরবে দাঁড়াব মানুষের পাশে, প্রয়োজনে - ক্যামেরা ছাড়াই। আজ অন্তত এটুকু বোঝবার সময় এসেছে পুরোনো আর নতুনের আসলে কোনো বিভাজন নেই। তাই বেঁচে আছি, তার বিজ্ঞাপনের প্রয়োজন নেই। প্রতিদিন সকালে উঠে সূর্যপ্রণাম আমাদের বেঁচে থাকার জন্মদিন, আর রাতের ঘুম শান্তির, আরামের - এ যেন মানসিক বা শারীরিক মৃত্যুর না হয়। যেহেতু জন্ম বা মৃত্যু - এ দুটোতেই আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ঘুম কাল ভাঙবে কিনা আজ আমাদের জানা নেই - তাই আমাদের চেতনার ঘুম ভাঙুক।) 


করুণা চাই CORONA ! করুণা !!
আভাস ইঙ্গিত না দিয়ে আর 
এ ভাবে প্রাণে মেরো না। 
সাবান,স্যানিটাইজার,গ্লাভস,মাস্ক
কিছুই বাকি নেই,
মন্ত্রী, ডাক্তার, W.H.O. - 
চলছি এদের নির্দেশেই।


কেন বাপু মিছে আমাদের এই 
বিছের মত ধরো ?

তোমার বিষে 'বিদ্বেষ'ও তো 
মুছে ফেলতে পার !
শহর-গ্রামের প্রাপ্য হাওয়ায় 
ওড়াচ্ছ আজ যে বিষ -
মারণ হয়ে সাধারণের প্রাণে 
ঢুকছে অহর্নিশ। 


'মৃত্যু' যদি তোমার গতির 
অভীষ্ট লক্ষ্য হয়,
মরণপারের 'জীবন'ও কি আজ 
আগ্রহের বস্তু নয় ?

বলো তো তুমি, সত্যি কি চাও ?
শরীর, নাকি মন ?
যেতে তো পারো ? শ্মশান-পারে,
নয়তো বৃন্দাবন !



ক্রন্দনরত পরিবার, কিংবা 
ভালোবাসার হাত ধরে,
মানুষ আজকে জীবন বাইছে
অনেক কষ্ট করে। 


তোমার ভাইরাস সংযত হোক,
বৃদ্ধিতে টানো যতি -
সারা বিশ্বে নইলে দেখবে 
হয়ে যাবে কত ক্ষতি।

বিষাক্ত হাওয়া রেখে এস আজ 
                    বারাণসীর ওই পারে - 
শত মানুষের আত্মার সাথে 
               যেন, গঙ্গায় ডুবে মরে।



                            মৃত আত্মা 'নীলকণ্ঠ' হোক 
                                    তোমার বিষের রোষে,
                              মানুষ যেন আর না পড়ে 
                               'করোনা'র আক্রোশে ।।


তপন বসু / ১৪ই এপ্রিল ২০২০
©tapan basu. all rights reserved.


Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু