Posts

Showing posts from October, 2020

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৭) | Sobujdweeper Diary Ep#7

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-৭ সবুজদ্বীপের ডায়েরি । 27th February 2020  । রাত ১২ টা ........ বেশ ঘুছিয়ে আজকের ডায়েরি লিখতে বসছি। রাতের খাওয়া-দাওয়া মিটেছে অনেক আগেই। Travel Agent-দের লোকজনকে দেখলাম, সেভাবে কেউই ঘুমোয় না। রাত সাড়ে দশটার মধ্যে মিটে যায় সব টুরিস্ট-এর খাওয়া-দাওয়া। তারপর এরা নিজেরা খেতে বসে - একসাথে। কুন্ডু স্পেশালের পক্ষ থেকে মোট ৬ জন লোক আমাদের পুরো দলের দেখভাল করবার জন্যে রয়েছে। এদের মধ্যে ২জন ট্যুর ম্যানেজার, বাকিরা রান্নাঘর ও ট্যুরিস্টদের অন্যান্য প্রয়োজন সামলানোর কাজে ২৪ ঘন্টা ব্যস্ত। ম্যানেজাররা কখন যে পারমিশন জোগাড় করছে, কখন যে গাড়ির ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করছে, কিছুই দেখা যাচ্ছে না। অথচ, আমাদের কোন কিছু বলবার আগেই সমস্ত তৈরী। আজ আমাদের নীল আইল্যান্ড যাওয়া। এবার সেই গল্প। আমাদের ৪২ জনের দলে ১৪ জন আগে থাকতেই বলে রেখেছিল Neil Island যাবে বলে - এর জন্যে সাড়ে তিন হাজার টাকা করে জনপিছু অতিরিক্ত দিতে হয়।  ২৭ তারিখটা কুন্ড স্পেশাল ফ্রি রেখেছিল, এই জন্যে যে - যার যেমন খুশি এই দিনটা উপভোগ করবে। যেহেতু অনেক ছোট ছোট দ্বীপ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আন্দামানের মূল দ্বীপের চার

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৬) | Sobujdweeper Diary Ep#6

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-৬ সবুজদ্বীপের ডায়েরি । 26th February 2020  । রাত ১১ টা ........ February'র ছাব্বিশ শেষ হতে বেশি বাকি নেই। আজ ডায়েরির পাতা একটু বেশিই লম্বা হয়ে যাচ্ছে, অথচ কিছু করবারও নেই। সারাদিনের অভিজ্ঞতার ডায়রিতে এতটুকুও ফাঁক রাখতে চাই না। একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু লেখার গতির তুলনায় তা দুর্বল।  পকেটে ট্রাম্পকার্ড, থুড়ি - ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে অটো ধরে চললাম মার্কেটের উদ্দেশে। বিকেল তখন সন্ধেতে পা ফেলেছে। রাস্তার আলোয় মাখোমাখো নরম ভালবাসা, সমুদ্রের উদাসী হাওয়ায় সে আলো প্রথম শীতের চাদরের মতো জড়িয়ে রয়েছে আমায়। এমনিতেই বেড়াতে বেরোলে মনের গতি উর্ধমুখী হয়, আর এমন ফুরফুরে আবহাওয়ায় মেজাজ এতটাই শরিফ লাগছে যে সারাদিনের ধকল শরীরকে ছুঁতেই পারছে না। এখানে অটোতে তিনজন বসতে পারে - সামনে চালক একেবারে একা - ডাঁয়ে-বাঁয়ে কেউ ঠাঁই পাবে না। অটোর বেগও পোর্ট ব্লেয়ার শহরের মতো মধ্যগতির। মার্কেট বেশি দূরে নয়। বাঁদিকে একটা লম্বাটে পুরনো আমলের টিনের বোর্ড দেখলাম, সেখানে আন্দামানের মানচিত্র।  আন্দামানের মূল দ্বীপটি তিনটি ভাগে বিভক্ত। জিবেগজার মতো দেখতে এই দ্বীপ উত্তর, মধ্যে ও দক্ষি

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৫) | Sobujdweeper Diary Ep#5

Image
"সবুজদ্বীপের ডায়েরি"    ।       আন্দামান পর্ব-৫ সবুজদ্বীপের ডায়েরি । 26th February 2020  । রাত ১১ টা ........ এক ঘন্টার অসামান্য অভিজ্ঞতা নিয়ে পা রাখলাম Jolly Buoy দ্বীপে। সাদা বালির দ্বীপের জল আকাশ-নীল, মোহাবিষ্ট করে দেওয়া নীল পেরিয়ে একটু দূরে কচি সবুজের জলরাশি। রংয়ের বিভাজন তাক লাগিয়ে দেবার মতো - তাকিয়ে থাকলেই আরাম, দূর চোখের যে কোন ব্যারাম।  দ্বীপে একজন মাত্র বিক্রেতা আসেন নির্দিষ্ট কিছু শশা আর পাতিলেবুর শরবত নিয়ে, পরিমানে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য, তাই তার দাম ও বিক্রেতার ব্যবহার - দুটোই চড়া। নৌকা-যাত্রীরা ঝাঁপিয়ে পড়লাম শশার আশায় - ওই মুহুর্তে Coral-এর চেয়েও অপ্রতুল মহার্ঘ্যটি যারা পেলেন তারা সত্যিই ভাগ্যবান। কুন্ডু স্পেশালের ম্যানেজার আগেই এই বিষয়টি সম্পর্কে আমাদের সতর্ক করেছিলেন, তাই দ্বীপে নেমেই স্বপ্না ও তৃপ্তিবৌদি যে দৌড়টা লাগাল, তা আশপাশের দ্বীপযাত্রীদের তাজ্জব করার জন্যে যথেষ্ট - কেউ কেউ দৌড়ের কারণ খুঁজতে আরো জোরে ছুট লাগালেন, নির্ভেজাল অনুসরণ। অর্ধাঙ্গিনীর শশা-প্রাপ্তির আনন্দে আমি আর অরুণদাও খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। National Games-এ পদক-প্রাপ্তির চেয়েও এ যেন ব