বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৮) | Baro Bismay Jage Ep#18
বড়ো বিস্ময় জাগে পর্ব-১৮ আঘাত আমাদের জীবনকে চেনায়। সুখ-দুঃখের সাথে মিলেমিশে থাকা মানুষগুলোর স্ব-রূপ প্রকাশ পায় যখন আমরা প্রকৃত বিপদে পড়ি। কিন্তু মানসিক আঘাত আর বিপদে বিপর্যয়, সব ক্ষেত্রে এক নাও হতে পারে। মাতৃহারা বালক রবির বয়স কম, হাল ধরলেন জ্যোতিদাদার স্ত্রী কাদম্বরী দেবী। কিন্তু মায়ের অভাব কি তাতে ঘুচতে পারে? সেও যদি বা প্রৌঢ় বয়সে হতো, নয় কথা ছিল। এ তো নিতান্তই নাবালক রবির প্রথম আঘাত - মৃত্যুর প্রথম কড়া নাড়া - সন্তানের সবচাইতে জোরালো খুঁটিটিতে। সেই বোধ হয় শুরু ! আঘাত যে কতবার কতভাবে এসেছিল রবির জীবনে ? তিনি লিখেছেন, ' প্রেম এসেছিল নিঃশব্দ চরণে '। অথচ আঘাতে বলছেন, ' সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে - বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে' । আঘাত পেয়ে এমন উপলব্ধির মননটাই তো অদৃশ্য থাকবার কথা। তাঁর আঘাতপ্রাপ্তির তালিকায় কয়েকটি তার অবচেতনে ছিল, কিছুটা এতটাই আকস্মিক যে অন্য যে কেউ দিশেহারা হয়ে পড়তে পারতেন। কিন্তু তিনি যে রবীন্দ্রনাথ ! অন্য ধাতুতে গড়া। ধরুন না, পঞ্চাশ বছরের জন্মদিন পালন। পঞ্চাশ বছরে পদার্পণ করা মাত্র দিকে দিকে তাঁর