সাগরপারের ডায়েরি (পর্ব-৪) | Sagarparer Diary (Episode-4)

সাগরপারের  ডায়েরি
পর্ব-৪
আজকের প্রসঙ্গ : Qatar Airlines

বেশ চাপা একটা উত্তেজনা অনুভব করছি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব টেলিফোনে উৎসাহ-আবদার - দুটোই জানাচ্ছে। চাকরিসূত্রে কিছুদিন দুর্গাপুরে কাটানোর সুবাদে সেখানে অনেক লড়াই করে তৈরী করেছি 'রাগরঞ্জনী সংগীত একাডেমি'র দুর্গাপুর শাখা। তাদের আগ্রহে অসীম আন্তরিকতার ছাপ। কলকাতায় রাগরঞ্জনীর মূল শাখা - সেখানকার ছাত্র-ছাত্রীরা দেখা করতে আসছে - ভালোবাসার মোড়কে তাদের নানা উপদেশ - সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমে উঠেছে।

আরো জমে গেলাম ঠান্ডায় ! 
উরিব্বাবা ! 'কি ঠান্ডা' রে ভাই প্লেনের ভিতর ! ফ্রিজে বসে আছি মনে হচ্ছে। মরুভূমির দেশের এয়ারলাইন্স বলে কিনা কে জানে !!

লাজ-লজ্জার মাথা খেয়ে কম্বল চাইলাম। হাসিমুখে নাকচ্যাপ্টা থাই এয়ার-হোস্টেস কম্বল দিয়ে গেল। জুতো-মোজা পরে লাল কম্বল গায়ে একথা-সেকথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। বাইরে প্রগাঢ় অন্ধকার - খাবার দিতে এসেছে, ডাকছে। ঘড়িতে দেখলাম ভোর ৫টা বেজে ১০মিনিট। এখন ব্রেকফাস্ট ?

না বললাম। একরাশ ক্লান্তি নিয়ে আবার ঘুম। এবার জাগরণের বাস্তবে ফেরা সকাল সাড়ে ৬টায়। সামনের স্ক্রিনে দেখছি আমাদের প্লেন 'মাস্কাট'এর দিকে এগোচ্ছে - মানে ভারত ছেড়েছি।

বাইরে কিছুই দেখা যায় না। জানলার ধারে সিট্ পাওয়াটা বেকার মনে হল। বেশ খিদে খিদে পাচ্ছে। আবার সংকোচ এবং পেটের সংকট-মোচন।

বেশ জম্পেশভাবে গোছানো ট্রে-তে স্টাফড পরোটা, আলুর দম, সঙ্গে কেক, ফল, ফলের রস, দই-টৈ-এর ঘনঘটায় শরীরে একটু দম দেওয়া গেল। 

দুবাই আসছে। মাস্কাটে খাওয়া শুরু করে দুবাইয়ে হাত ধুলাম - হায় রে ! 
বাইরে তাকিয়ে দেখি, একি ? ঝলমলে স্পষ্ট পৃথিবী !


বহুবার ছবিতে দেখা বর্ণোজ্জ্বল highriser-এ ভর্তি সমুদ্রপাড়ের বিখ্যাত শহর দুবাই চোখের সামনে - একটু নিচে।

এতো আনন্দ হচ্ছিল ! মনে হচ্ছিল ঝুপ করে নেমে পড়ি লালমতো রঙের একটা বহুতলের মাথায় !!

না, নামা আর হল না ! নামলাম দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে। 
সেখানে যা কান্ড ! তা আজ বলবার নয়। 

বলবো আগামী পর্বে ।

সাগরপারের ডায়েরি/তপন বসু/পৃষ্ঠা-৪/চলবে ..........

'সাগরপারের  ডায়েরি'র পরবর্তী পর্ব (পঞ্চম) পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 

'সাগরপারের  ডায়েরি'র ১ম পর্ব পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 

©tapan basu. all rights reserved.
image courtesy : Commitbiz

Comments

Post a Comment

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু