সাগরপারের ডায়েরি (পর্ব-৩) | Sagarparer Diary (Episode-3)


সাগরপারের  ডায়েরি
পর্ব-৩


কাগজপত্র ও জামাকাপড় গুছোতে একটু দেরিই হয়ে গেল। আসলে পাসপোর্ট / ভিসা হাতে পেলাম ৩ তারিখ বিকেল ৪টের সময়। আমাদের টিকিট ৩ তারিখ মধ্যরাত্রে বা বলা ভালো ৪ তারিখ ভোরে। Flight 'Qatar Airlines' - Official Departure 4th August 2011 - 4.40 am । আমেরিকা বলে কথা, তাও প্রথমবার, maiden visit. সুতরাং একটু বেশি ব্যবহৃত কোন জামাকাপড় বেচারারাই ঠাঁই পেল না সাগরপারের সুটকেসে। কাজ সংক্রান্ত বইপত্র আর প্রয়োজনীয় অল্প কিছু জামাকাপড় সঙ্গে করে দমদম এয়ারপোর্টে পৌঁছলাম রাত সাড়ে বারোটায়। প্রায় সঙ্গে সঙ্গেই এসে পৌঁছলেন আমার বাকি সহযাত্রীরা। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক শ্রী মোহন সিং খাঙ্গুরা, রবীন্দ্রসংগীতে তবলাবাদক হিসেবে এক ও অদ্বিতীয় শ্রী বিপ্লব মন্ডল, রবীন্দ্রভারতীর শিক্ষক ও ভরতনাট্যম শিল্পী শ্রী সুভাশিষ ভট্টাচার্য ও এস্রাজ বাদক শ্রী আবির সিং খাঙ্গুরা - সম্পর্কে মোহনদার কনিষ্ঠ পুত্র আর আমি - এই পাঁচমাথা এক হলাম। প্রসঙ্গত বলে রাখি, এই বিপ্লবদাই কিন্তু আমার নাম সুপারিশ করেছিলেন আমেরিকার ওই সংস্থার কাছে এবং ভিডিওর সাহায্যে আমার কিছু কাজের নমুনা দেখিয়েছিলেন  ওনাদের। শুধুমাত্র মৌখিক কৃতজ্ঞতা যথেষ্ট নয় বিপ্লবদার জন্যে। 

এয়ারপোর্ট লাউঞ্জে এদিক-ওদিক তাকিয়ে দেখি আর এক যশস্বী শিল্পী শ্রীমতি শ্রাবণী সেন - তিনি চলেছেন সিঙ্গাপুর - রবীন্দ্রগান গাইতে। আরো কয়েকজনকে চোখে পড়ল, জিজ্ঞেস করে জানলাম তাঁরাও চলেছেন ভারত-সীমানা পার করে গুরুদেবের গান নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে। রবীন্দ্রজন্মের সার্ধ-শতবর্ষ বলেই হয়তো বিদেশে এই সময়ে অনুষ্ঠানের আয়োজন একটু বেশি। অতীতে বহুবারের মতো আবারও শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে এলো - প্রণাম জানালাম আমাদের রবীন্দ্রনাথকে। মনে মনে বললাম, ' গুরু ! (পড়তে হবে 'কবিগুরু' - নইলে শালীনতাবোধে আটকাবে - রবীন্দ্রনাথ 'ঠাকুর' তো !) কি জিনিস বানিয়ে রেখে গেছ ! একটু ঘাঁটাঘাঁটি করেই আমরা অনেকেই গাল ফুলিয়ে ত্রিভুবন কাঁপিয়ে দিচ্ছি !'

সাগরপারের ডায়েরি/তপন বসু/পৃষ্ঠা-৩/চলবে ..........

'সাগরপারের  ডায়েরি'র পরবর্তী পর্ব (চতুর্থ) পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 


'সাগরপারের  ডায়েরি'র ১ম পর্ব পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 

©tapan basu. all rights reserved.

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু