ইচ্ছে-২ (কবিতা) | Ichchhe (Poem) by Tapan K Basu

ইচ্ছে - ২ (কবিতা) ইচ্ছে আমার অনেক কিছু ইচ্ছে হলেই হয় না - মন যে আমার অনেক সময় মনের কথা কয় না। ভাবনাগুলো সাজানো আছে মনের একলা প্রান্তে, মনের আগল ছিন্ন করে পারবে কখনও জানতে ? ইচ্ছে যে হয় শিকল ভাঙ্গি বে-নিয়মের মোহনায় - দস্তানা-ঢাকা হাত নিশপিশ সংযমেরই দ্যোতনায় ; ইচ্ছের কথা বলতে গেলেই মুখ চেপে ধরে আপন-পর, 'খবরদার' ! এই ভয় দেখিয়েই চোর-পুলিশে বাড়ছে দর। ইচ্ছের হাত বাড়িয়ে দিলাম ধরে নিও, 'যদি বন্ধু হও' - ইচ্ছে-মুকুল ঝরে গেলেও 'সঙ্গে থাকবে কথা দাও'। এক হবার এই মন্ত্র 'ইচ্ছে' একান্নবর্তী ফিরে এসো - ভাল-মন্দের দ্বন্দ পেরিয়ে সংকীর্ণতার সীমানা ছাড়িয়ে - আকাশ-নীলে মেঘের কোলে নদী, তুমি মোহনায় মেশো। ©তপন বসু | ৬-৭-২০১৯ | ক্যাব-এ বসে image courtesy > pingtree