স্মৃতির কবিতা | Smritir Kobita


স্মৃতির কবিতা


বৃষ্টি পড়ে 
স্মৃতির কবিতারা ভিড় করে 
জীবনখাতার পাতায় পাতায়।
রাস্তার ধারে পুরোনো বাতিস্তম্ভের আলো 
লুকোচুরি খেলে বৃষ্টিছন্দে । 


 এমনই কোন এক বরিষণমুখরিত রাতে 
শ্রাবনধারায় ভিজেছিলে তুমি ;
 চোখে চাওয়া চোখ ভরেছিলো জলে -
আনন্দধারায়।


রাতের শহরের বুকে -
একাকী জেগে থাকা বাতিস্তম্ভের বিনয়ী আলো
রামধনু এঁকেছিল 
তোমার হৃদয়ের দোতারায় -
মল্লারের মীড়ে।

বৃষ্টি পড়ে
  খুব মনে পড়ে ।।

...

তপন বসু / ১৮.৬.২০১৭
©tapan basu. all rights reserved.

Comments

  1. "বাতিস্তম্ভের বিনয়ী আলো" - খুব ভালো লাগলো ভাবনাটা | ছবিটাও উপযুক্ত |

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু