সততা (কবিতা)। Satota

সততা (কবিতা) । তপন বসু 

সততা, তুমি কষ্ট পেও না -
গড়তে না পারা সাম্রাজ্যের শোকে;
পাহাড়-আড়াল অপেক্ষায় আছে,
অদৃশ্য হও সমাজের চোখে। 

সততা, তুমি প্রকাশ্যে যাও নি -
এগিয়ে দিয়েছো অন্য জীবন;
সে জীবন দীন, না-ফেরতের ঋণ, 
সততার ভীতই তোমার মূলধন। 




সততা, তুমি প্রশ্ন কোরো না -
জীবন-নাটকের যে কোন পর্বে; 
কি পেলাম, আর কি হারালাম 
কতটা দুঃখে, কিসের গর্বে। 

সততা, তুমি হেরে যেওনা 
তুমিই সবুজ পৃথিবীর চাবি 
তিরিশ শতাংশ সত্যের জমিতে 
সত্তর ভাগ অসত্যের দাবি। 
- তপন বসু । ১০ই জুলাই ২০২০



©tapanbasu. all rights reserved
image courtesy > wired / amazon

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু