মনে পড়ে- ১ | জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় | Mone Pore-1

মনে পড়ে যায় - ১
বন্ধু : জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়


প্রায় বিশ বছর আগেকার কথা। একটি বাংলা টেলিভিশন চ্যানেলের জন্যে আমার শুটিং চলছে। সেদিন গান করছেন শ্রীমতি শিপ্রা বসু, সঙ্গে গোবিন্দদাও মানে প্রখ্যাত তবলাবাদক শ্রী গোবিন্দ বসুও রয়েছেন। আমরা শুটিংয়ের ফাঁকে গ্রীন রুমে গান-বাজনার আলোচনায় মশগুল। হঠাৎ অতি সুদর্শন সৌম্য এক ভদ্রলোক অনুমতি চাইলেন ভেতরে আসার। পরিচয় জানলাম জ্যোতিপ্রকাশ। ধীরে ধীরে তার জ্যোতি প্রকাশ পেল আমাদের ঘনিষ্ঠতায়। স্কুলের বরাবরের ফার্স্ট-বয় জ্যোতি সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে গান শিখেছে দীর্ঘ ২৫টি বছর। মান্না দে'র মত উন্নাসিক সংগীত-ব্যক্তিত্বের সঙ্গে বাইশ বছরের ঘনিষ্ঠ যোগাযোগ, এমনকি মান্না দে স্বয়ং জ্যোতি'র সুরে গান করেছেন। রেডিও-দূরদর্শনের প্রথম সারির এই কণ্ঠশিল্পীর সংগীতজ্ঞান ও  চেতনার অনুভবে বাঁধা পড়েছি বারেবার। যেদিনই কোন গানে রাগের প্রভাব সম্পর্কে দোটানায় পড়েছি, নিঃসঙ্কোচে ফোন করেছি বন্ধুকে। আর সে সমস্ত কাজ ফেলে বুঝিয়ে দিয়েছে আমার প্রশ্নের উত্তর। মনে পড়ে, একদিন আমার অফিসে টিফিন টাইম। মনটা বড় উসখুশ করছে, কাজী সাহেবের এতো অসামান্য সব বাংলা গজলের সৃষ্টির রহস্যটা কি ? প্রসঙ্গতঃ জ্যোতি ভারী চমৎকার নজরুলগীতি গাইতে পারত। ফোন ঘোরালাম বন্ধুকে। সে বললে, 'আমি তোমাকে দশ মিনিটে ফোন করছি, এই হাতের কাজটা সেরেই'। দশ মিনিট পার হলো না, বন্ধুবরের ফোন। জানলাম, British Indian Armyতে থাকাকালে নজরুলের পোস্টিং হয় মধ্য-প্রাচ্যে - সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়। আরবি ও ফার্সি শব্দ শেখেন বিভিন্ন বন্ধু-সৈনিকের সান্নিধ্যে। সেখান থেকেই হয়তো বা বাংলায় গজল লেখবার ও সুর করবার প্রবণতা তৈরী হয়েছিল। জ্যোতি শুধু এতেই ক্ষান্ত নয়, সে একে একে নানারঙের গজল শোনাতে থাকে - সেই সুরেলা তরঙ্গ ছিন্ন করে আবার অফিসের কাজে মনোনিবেশ করা আমার জন্যে বাস্তবিকই খুব কঠিন। 

কিন্তু সে শুনল না। সম্পর্কের সমস্ত বেড়াজাল ভেঙে, পার্থিব সুরের যাবতীয় তরঙ্গ ছিন্ন করে আজ থেকে বছর তিনেক আগে মাত্র ৫৪ বছর বয়েসে বড়ো অসময়ে চলে গেল আমার এই বন্ধু - শ্রী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। আজ কর্মহীন অচলায়তনের গন্ডির মধ্যে তাকে বড়ো মনে পড়ছে। ফোনটা তুলে উল্টোদিকের মানুষটার মধ্যে এতো আবেগ, কথা বলবার এতো আগ্রহ আজকের দিনে খুব মিস করছি। 

জ্যোতির প্রকাশ যারা দেখেছেন, মিশেছেন তার সঙ্গে - জ্যোতি তাদের মধ্যে আজও প্রকাশিত - তাকে ভুলে থাকা মুস্কিল।   

গান নিয়ে মনে নানা প্রশ্ন আজও জাগে, প্রশ্রয়ের আশায় আছি  .............

বন্ধু, ভালো থেকো। হঠাৎ বড্ড মনে পড়ছে তোমায়  ..........


©tapan basu. all rights reserved.
Picture Courtesy > justdial

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু