বৃষ্টির গান । তপন বসু | Rain Song

বৃষ্টির গান । তপন বসু 

বৃষ্টিতে বৃষ্টিতে 
মন কেন উচাটন 
ঘরে না বাইরে 
শুধু করে জ্বালাতন। 

এ বড় কঠিন অসময় 
তবু সাঁঝবেলা ভাসে
রূপের জোছনায় 
আকাশ প্রদীপ হাতে 
তারার মরণ -
বুকের ঘরে যে আজ বর্ষাবরণ। 
 ঘরে আর বাইরে কেন ভেজে মন। 



যেদিন কালোরা এসে নীলকে ঢাকে 
পিয়াসী চাতক কিছু বোঝায় তাকে 
(....... জল দাও আমায় জল দাও 
আমি তাপিত পিপাসিত.....)
ফোঁটা ফোঁটা জল নিয়ে 
নব ধারাপাত 
কালো আর ধুলো মুছে 
নতুন প্রভাত। 

বিভাবরী জাগে ভেঙে ঘুমের আবেশ  
মুক্ত-মুকুটে সাজে শিশিরের দেশ 
আকাশে মেঘের ভেলা  
সুখের স্মরণ -
 উৎসবের আঙিনায় বর্ষাবরণ।
 ঘরে আর বাইরে কেন ভেজে মন। 


©tapanbasu
all right reserved
image courtesy > (1)ShutterStock (2)StanSchaap (3)WordPress 

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু