বৃষ্টির গান । তপন বসু | Rain Song
বৃষ্টির গান । তপন বসু
মন কেন উচাটন
ঘরে না বাইরে
শুধু করে জ্বালাতন।
এ বড় কঠিন অসময়
তবু সাঁঝবেলা ভাসে
রূপের জোছনায়
আকাশ প্রদীপ হাতে
তারার মরণ -
বুকের ঘরে যে আজ বর্ষাবরণ।
ঘরে আর বাইরে কেন ভেজে মন।
যেদিন কালোরা এসে নীলকে ঢাকে
পিয়াসী চাতক কিছু বোঝায় তাকে
(....... জল দাও আমায় জল দাও
আমি তাপিত পিপাসিত.....)
ফোঁটা ফোঁটা জল নিয়ে
নব ধারাপাত
কালো আর ধুলো মুছে
নতুন প্রভাত।
বিভাবরী জাগে ভেঙে ঘুমের আবেশ
মুক্ত-মুকুটে সাজে শিশিরের দেশ
আকাশে মেঘের ভেলা
সুখের স্মরণ -
উৎসবের আঙিনায় বর্ষাবরণ।
ঘরে আর বাইরে কেন ভেজে মন।
©tapanbasu
all right reserved
image courtesy > (1)ShutterStock (2)StanSchaap (3)WordPress



Comments
Post a Comment