সাগরপারের ডায়েরি (পর্ব-২২) | Sagarparer Diary (Episode-22)

সাগরপারের ডায়েরি পর্ব-২২ আজকের প্রসঙ্গ : মূল অনুষ্ঠানের ইতিবৃত্ত 'যাত্রী আমি'র ১ম পর্ব শেষ করলাম কবিকণ্ঠে 'তবু মনে রেখো দিয়ে'। কবির স্বকণ্ঠের সেই গানের রেশের সঙ্গে খুব হালকা করে মোহরদির গাওয়া সর্বজনবন্দিত 'তবু মনে রেখো' এসে মিশে গেল - ঠিক যেমন করে স্রোতস্বিনীর ভিন্ন ভিন্ন ধারা এসে মেশে নদীর মোহনায়, সমুদ্রের অববাহিকায়। মঞ্চের আবহ অনুজ্জ্বল হতে থাকল - শুরু হলো সমবেত গান 'ওরে পথিক, ওরে প্রেমিক'। রবার্ট বার্ন্স্, স্কটিশ কবি কবিগুরুর সংগীত-চেতনা নিয়ে আমরা প্রায়শই চর্চা করি। বিশ্বজোড়া খ্যাতনামা সংগীতকার - রবার্ট বার্ন্স্, শুবার্ট, হ্যুগো উলফ - এঁদের নাম আমরা জানি - এঁরা বহু বিশ্বখ্যাত গানের রচয়িতা। প্রসঙ্গতঃ বলে রাখি, বিশ্বজুড়ে রবার্ট বার্ন্সকে নিয়ে যে Celebration চলে, তার আপেক্ষিক মূল্য বা যাকে আমরা সহায়ক বাণিজ্য বলি, স্কটল্যান্ড সরকারি হিসেবে তা প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড প্রতি বছরে। অর্থাৎ, শুধু বার্ন্সকে নিয়ে প্রচার, তাঁর জন্যে মিউজিয়াম ইত্যাদি পরোক্ষভাবে সে দেশের সরকারকে এই প্রভূত অর্থ-বাণিজ্যে আয় করতে সহা...