খুব জানতে ইচ্ছে করে (কবিতা) | Khub Jante Ichchhe Kore (Poetry)
(কবিতা) খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আদর পেতে চাও ? যেখানে 'এক-পূর্ণিমা' অপেক্ষা করতে পার ! তুমি কি সেই স্পর্শ নিতে চাও ? যাকে শুধু গন্ধে ছুঁতে পার ! খুব জানতে ইচ্ছে করে - 'তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছ'। 😔 তুমি সেই শব্দ আঁকতে চাও ? যা গীতবিতানে অধরা আজও ! তুমি সেই সুর শুনতে চাও ? যখন স্নায়ু বলবে,'তুমি সাজো' ! খুব জানতে ইচ্ছে করে - 'আজও কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছ'। 😞 তুমি সেই জীবন দেখতে চাও ? যা ছন্দে আছে ভরা ! তুমি সেই স্বপ্ন দেখতে চাও ? যেখানে 'সত্যি' উজাড় করা ! খুব জানতে ইচ্ছে করে - 'তুমি কি আজও বেঁচে আছো, নাকি জীবন-নাটকে অভিনেতা হয়ে গোপনে বদলে গেছ'। ( যেদিন আমার ভালবাসার কাছের মানুষরা বদলে যাবে, জানি তেমন দিন কখনোই আসবে না। তবু, দেখা না হওয়া সেদিনের এক কাল্পনিক কবিতা ) ...