খুব জানতে ইচ্ছে করে (কবিতা) | Khub Jante Ichchhe Kore (Poetry)

(কবিতা)
খুব জানতে ইচ্ছে করে 


তুমি কি সেই আদর পেতে চাও ?
যেখানে 'এক-পূর্ণিমা' অপেক্ষা করতে পার !
তুমি কি সেই স্পর্শ নিতে চাও ?
যাকে শুধু গন্ধে ছুঁতে পার !
খুব জানতে ইচ্ছে করে -
'তুমি কি সেই আগের মতোই আছো,
নাকি অনেকখানি বদলে গেছ'। 

😔

তুমি সেই শব্দ আঁকতে চাও ?
যা গীতবিতানে অধরা আজও !
তুমি সেই সুর শুনতে চাও ?
যখন স্নায়ু বলবে,'তুমি সাজো' !
খুব জানতে ইচ্ছে করে -
'আজও কি সেই আগের মতোই আছো,
নাকি অনেকখানি বদলে গেছ'। 

😞

তুমি সেই জীবন দেখতে চাও ?
যা ছন্দে আছে ভরা !
তুমি সেই স্বপ্ন দেখতে চাও ?
যেখানে 'সত্যি' উজাড় করা !
খুব জানতে ইচ্ছে করে -
'তুমি কি আজও বেঁচে আছো,
নাকি জীবন-নাটকে অভিনেতা হয়ে 
গোপনে বদলে গেছ'। 



( যেদিন আমার ভালবাসার কাছের মানুষরা বদলে যাবে,
জানি তেমন দিন কখনোই আসবে না। 
তবু, দেখা না হওয়া সেদিনের এক কাল্পনিক কবিতা )

                                                                                                          তপন বসু / ১৬ এপ্রিল ২০২০
©tapanbasu.all rights reserved.
picture courtesy>tapanbasu

Comments

  1. কবির ভাষায় "বলি কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে।"আমরা যে মানুষ তাই বদলাই।বড্ড বুদ্ধিজীবী যে গো।সুযোগ তো খুজেঁ ই চলি তাই।সততা এ জন্মের মুর্খতা আজ।🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. কিছু কিছু জিনিস বদল হয় না। সেই বিশ্বাসেই এই লেখা। ভালো লেগেছে জেনে খুব উৎসাহিত হলাম।

      Delete

Post a Comment

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু