একটু ভেবে দেখুন (৩) - দৌড় | Ektu Bhebe Dekhun Ep#3
একটু ভেবে দেখুন - ৩
আজ : দৌড়
সেদিন একমনে তাকিয়ে ছিলাম জানলার বাইরে দিয়ে ........
আকাশের দিকে
আকাশ বললে, 'অমন করে কি দেখছ ?
আমি বললাম, 'মনে হলো বৃষ্টি আসবে,
তাই দেখছিলাম তোমার আঁচলের কোন প্রান্ত থেকে
জল এতো অঝোরে বৃষ্টি হয়ে নামে !
সে শুধোলে, 'দেখা গেল?
আমি মাথা নাড়লাম, 'না'।
কোথা থেকে একরাশ মেঘের পাহাড় ঢেকে দিল আকাশের মুখ
কথা বাকি রয়ে গেল।
বৃষ্টি হল অল্প খানিকক্ষণ।
আমার মন ভিজল, পৃথিবীর শরীর ভিজল না।
চটিটা পায়ে গলিয়ে বের হলাম রাস্তায়।
একটু এগিয়ে রাস্তা দু'ভাগ হয়ে উল্টোমুখে পথ হারিয়েছে ।
বাঁহাতের রাস্তাটা আমার খুব পছন্দের -
কালো পিচের কাঠিন্য পেরিয়ে রাঙামাটির দেশ
আর সেখানে কুড়ি-বাইশ ঘরের ছোট্ট গ্রাম
অনেকটা ফাঁকা জমি দেখে বসে পড়লাম।
ইচ্ছে হল মাটিতে কান পাতি - 'তোমার আপনহৃদয়গহনদ্বারে'।
মাটি শুধোলে, 'কি শুনছো ?
বললাম, 'শুনছি না, খুঁজছি -
তোমার না বলা কথা।
মাটি বললে, 'সে তুমি কোনদিনও পাবে না।
'কেন ? তুমি বললেই তো জানা যায়' ! - আমার অবাক প্রশ্ন।
মাটি বললে, তা হবার নয়।
তুমি তো আকাশকেও প্রশ্ন করেছ,
এতো জল সে কোথায় রাখে -
আমার বুকে কান পেতেছ -
পেয়েছো কি জলের সন্ধান ?
এবার তুমি বলো তো ?
'তোমার কখনও কান্না পেয়েছে ?
বললাম, 'এ আবার কেমন জিজ্ঞাসা !
ও তো পেয়েই আছে।
মাটি জানতে চাইলে , 'তখন জল কোথা থেকে আসে ?
'আপনা হতে ! চোখ দিয়ে নামে অঝোরধারায়'।
মাটি দীর্ঘশ্বাস ফেললে - 'আমার আর আকাশেরও তাই।
তোমাদের এক এক জনের একটিই পরিবার
তাতেই দুঃখের বরষা দু'চোখে।
আমাদের কথা ভেবে দেখ !
বিশ্ব-ব্রহ্মান্ডের চারিদিকে আমাদের ঘিরে অগনিত প্রাণ,
তাই জলও বেশি;
যখন উথলে ওঠে তখনি তো প্লাবন !
'একটা অনুরোধ করব, রাখবে ?
তোমাদের এই দৌড় একটু কমাবে ?
এই পৃথিবীতে যা আছে সব কিছুই তো তোমাদেরই -
তবে এতো কাড়াকাড়ি কেন ? এতো তাড়াহুড়োই বা কিসের ?
তোমরা যেভাবে আমাদের ভারসাম্য নষ্ট করছ ,
তার ফলই কিন্তু এই সমুদ্রের ফুঁসে ওঠা, আমাদের চোখের জল।
সবকিছুই যদি অতি সহজে পাওয়া যেত,
তাহলে -
ঋষির তপস্যা, বিজ্ঞানীর গবেষণা, শিল্পীর সাধনা বলে কিছু থাকতো না।
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর
আকাশের দিকে তাকিয়ে সূর্য আমাদের চারিপাশে না আমরা তার -
এর উত্তর পেতে কেউ অপেক্ষা করতো না।
আজ তোমাদের এই অপেক্ষাটাই হারিয়ে গেছে।
বড় অল্প আয়াসে অনেক কিছু পেতে চাও তোমরা।
কই ? আমি তো মাটিতেই পড়ে আছি।
উঠিনি তো আকাশের দিকে ?
হিমালয়ের পরাজয় চেয়ে ?
আকাশও তো চায়নি আমাদের মাথার ওপর থেকে শক্ত ছাদটা ভেঙে দিতে ?
ফসল কি আজ ফলছে না ? আকাশের সামিয়ানায় সূর্য-তারা কি জ্বলছে না ?
আরো বড় হতে হবে, উঁচুতে উঠতে হবে,
সবার চেয়ে এগিয়ে যেতে হবে !
এ যদি সকলের চাহিদা হয় তাহলে এগিয়ে দেবার জন্যে কাকে পাবে ?
এ সংসার আজ ছোট হতে হতে আর ছোট নেই,
একা হয়ে গেছে। তোমাদেরই কারণে।
তোমার হাতের মুঠোয় পৃথিবী ...... বিশ্বায়ন
সে মুঠোয় ভালবাসা কই ?
আমার অনুরোধ -
'ঘরে থাকো, ঘোরে নয়'
'প্রকাশ থাকুক পদক্ষেপে, আক্ষেপে নয়'
এ পৃথিবী যেমন একজন সম্রাটের,
তেমনই একজন নাগরিকের।
নিজেদের বিভেদ-বিভাজনে সম্রাটের কাজ সহজ করে দিও না।
দেখবে -
তোমাদের সাম্যের গান
একতার সুর
আর প্রগতির নিশান
হিংসার অস্বাচ্ছন্দ্যকে কোথায় নিরুদ্দেশ করেছে !
ঐদিন - আকাশের স্বপ্নময় নীল
বাতাসে বাঁশির সুর
লজ্জা হয়ে মাটিতে মিশবে
সে লজ্জা অপমানের নয়। আনন্দের ...... আবেগের ........
মানুষের উন্নত প্রবৃত্তিতেই তো প্রকৃতির অক্ষয় ঐশ্বর্য
যে মাটিতে তোমার জন্ম
সেখানেই যে তোমাদের শেষ আশ্রয় !!!
ভেবে দেখেছ ?
...........
আমরা কোন দৌড়ে সামিল হব ?
১০০-২০০-৫০০ মিটার না ম্যারাথন ........ ?
একটু ভেবে দেখুন ...........
"একটু ভেবে দেখুন" পর্ব-১
"একটু ভেবে দেখুন" পর্ব-৪
©tapanbasu. all rights reserved
image courtesy > (1)courius (2)patrickhruby
আজ : দৌড়
সেদিন একমনে তাকিয়ে ছিলাম জানলার বাইরে দিয়ে ........
আকাশের দিকে
আকাশ বললে, 'অমন করে কি দেখছ ?
আমি বললাম, 'মনে হলো বৃষ্টি আসবে,
তাই দেখছিলাম তোমার আঁচলের কোন প্রান্ত থেকে
জল এতো অঝোরে বৃষ্টি হয়ে নামে !
সে শুধোলে, 'দেখা গেল?
আমি মাথা নাড়লাম, 'না'।
কোথা থেকে একরাশ মেঘের পাহাড় ঢেকে দিল আকাশের মুখ
কথা বাকি রয়ে গেল।
বৃষ্টি হল অল্প খানিকক্ষণ।
আমার মন ভিজল, পৃথিবীর শরীর ভিজল না।
চটিটা পায়ে গলিয়ে বের হলাম রাস্তায়।
একটু এগিয়ে রাস্তা দু'ভাগ হয়ে উল্টোমুখে পথ হারিয়েছে ।
বাঁহাতের রাস্তাটা আমার খুব পছন্দের -
কালো পিচের কাঠিন্য পেরিয়ে রাঙামাটির দেশ
আর সেখানে কুড়ি-বাইশ ঘরের ছোট্ট গ্রাম
অনেকটা ফাঁকা জমি দেখে বসে পড়লাম।
ইচ্ছে হল মাটিতে কান পাতি - 'তোমার আপনহৃদয়গহনদ্বারে'।
মাটি শুধোলে, 'কি শুনছো ?
বললাম, 'শুনছি না, খুঁজছি -
তোমার না বলা কথা।
মাটি বললে, 'সে তুমি কোনদিনও পাবে না।
'কেন ? তুমি বললেই তো জানা যায়' ! - আমার অবাক প্রশ্ন।
মাটি বললে, তা হবার নয়।
তুমি তো আকাশকেও প্রশ্ন করেছ,
এতো জল সে কোথায় রাখে -
আমার বুকে কান পেতেছ -
পেয়েছো কি জলের সন্ধান ?
এবার তুমি বলো তো ?
'তোমার কখনও কান্না পেয়েছে ?
বললাম, 'এ আবার কেমন জিজ্ঞাসা !
ও তো পেয়েই আছে।
মাটি জানতে চাইলে , 'তখন জল কোথা থেকে আসে ?
'আপনা হতে ! চোখ দিয়ে নামে অঝোরধারায়'।
মাটি দীর্ঘশ্বাস ফেললে - 'আমার আর আকাশেরও তাই।
তোমাদের এক এক জনের একটিই পরিবার
তাতেই দুঃখের বরষা দু'চোখে।
আমাদের কথা ভেবে দেখ !
বিশ্ব-ব্রহ্মান্ডের চারিদিকে আমাদের ঘিরে অগনিত প্রাণ,
তাই জলও বেশি;
যখন উথলে ওঠে তখনি তো প্লাবন !
'একটা অনুরোধ করব, রাখবে ?
তোমাদের এই দৌড় একটু কমাবে ?

তবে এতো কাড়াকাড়ি কেন ? এতো তাড়াহুড়োই বা কিসের ?
তোমরা যেভাবে আমাদের ভারসাম্য নষ্ট করছ ,
তার ফলই কিন্তু এই সমুদ্রের ফুঁসে ওঠা, আমাদের চোখের জল।
সবকিছুই যদি অতি সহজে পাওয়া যেত,
তাহলে -
ঋষির তপস্যা, বিজ্ঞানীর গবেষণা, শিল্পীর সাধনা বলে কিছু থাকতো না।
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর
আকাশের দিকে তাকিয়ে সূর্য আমাদের চারিপাশে না আমরা তার -
এর উত্তর পেতে কেউ অপেক্ষা করতো না।
আজ তোমাদের এই অপেক্ষাটাই হারিয়ে গেছে।
বড় অল্প আয়াসে অনেক কিছু পেতে চাও তোমরা।
কই ? আমি তো মাটিতেই পড়ে আছি।
উঠিনি তো আকাশের দিকে ?
হিমালয়ের পরাজয় চেয়ে ?
আকাশও তো চায়নি আমাদের মাথার ওপর থেকে শক্ত ছাদটা ভেঙে দিতে ?
ফসল কি আজ ফলছে না ? আকাশের সামিয়ানায় সূর্য-তারা কি জ্বলছে না ?

সবার চেয়ে এগিয়ে যেতে হবে !
এ যদি সকলের চাহিদা হয় তাহলে এগিয়ে দেবার জন্যে কাকে পাবে ?
এ সংসার আজ ছোট হতে হতে আর ছোট নেই,
একা হয়ে গেছে। তোমাদেরই কারণে।
তোমার হাতের মুঠোয় পৃথিবী ...... বিশ্বায়ন
সে মুঠোয় ভালবাসা কই ?
আমার অনুরোধ -
'ঘরে থাকো, ঘোরে নয়'
'প্রকাশ থাকুক পদক্ষেপে, আক্ষেপে নয়'
এ পৃথিবী যেমন একজন সম্রাটের,
তেমনই একজন নাগরিকের।
নিজেদের বিভেদ-বিভাজনে সম্রাটের কাজ সহজ করে দিও না।
দেখবে -
তোমাদের সাম্যের গান
একতার সুর
আর প্রগতির নিশান
হিংসার অস্বাচ্ছন্দ্যকে কোথায় নিরুদ্দেশ করেছে !
ঐদিন - আকাশের স্বপ্নময় নীল
বাতাসে বাঁশির সুর
লজ্জা হয়ে মাটিতে মিশবে
সে লজ্জা অপমানের নয়। আনন্দের ...... আবেগের ........
মানুষের উন্নত প্রবৃত্তিতেই তো প্রকৃতির অক্ষয় ঐশ্বর্য
যে মাটিতে তোমার জন্ম
সেখানেই যে তোমাদের শেষ আশ্রয় !!!
ভেবে দেখেছ ?
...........
আমরা কোন দৌড়ে সামিল হব ?
১০০-২০০-৫০০ মিটার না ম্যারাথন ........ ?
একটু ভেবে দেখুন ...........
"একটু ভেবে দেখুন" পর্ব-১
"একটু ভেবে দেখুন" পর্ব-৪
©tapanbasu. all rights reserved
image courtesy > (1)courius (2)patrickhruby
Comments
Post a Comment