মনে পড়ে-৫ | সৌমিত্র চট্টোপাধ্যায় | Mone Pore Ep#5

মনে পড়ে -৫ কিংবদন্তী অভিনেতা-নাট্যপরিচালক-কবি ও আবৃত্তিকার শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ।। কত কিছু যে মনে পড়ে, আবার অনেক কিছুই মনে পড়ে না। ঘটে যাওয়া ঘটনারা সাদা-কালো পুরোনো ছায়াছবির মতো পর্দায় আসে, দেওয়ালে সেঁটে থাকা ক্যালেন্ডারের পাতা হয়ে পড়ে থাকে স্মৃতির অন্ধকারে, তারিখ সেখানে স্পষ্ট অনুধাবন করা যায় না। সালটা ১৯৯৫, সেপ্টেম্বরের ৫ তারিখ। সেদিন কলকাতার কলামন্দির মঞ্চে এক অন্য-ভাবনার গানের অনুষ্ঠান। শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গীত-জীবনের পঞ্চাশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে, তাঁর দীর্ঘদিনের ছাত্র হিসেবে আমার একান্ত অবরুদ্ধ এক ইচ্ছেকে বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছিলাম একটি অভিনব সঙ্গীতানুষ্ঠানের, যেখানে দ্বিজেনদাকে কেন্দ্র করে মুম্বাই, শান্তিনিকেতন ও কলকাতার বিশিষ্ট শিল্পী ও গুনীজনেরা এক-মঞ্চে একই চালচিত্রে উপস্থিত থাকবেন। দ্বিজেনদা নিজেও অত্যন্ত উৎসাহিত ছিলেন আমার অনুষ্ঠান-পরিকল্পনার বিষয়বস্তুতে। খুব স্বাভাবিকভাবেই আমি নিজেও বেশ টেনশনে - আমার উত্তেজনার পারদ উর্ধমুখী হয়ে খেই হারিয়েছে। এমন অবস্থায় মহা-গোল - স...