আজকের গানওয়ালা | Aajker Gaanwala-an Introduction

আজকের গানওয়ালা প্রসঙ্গ : এই সময় ও আজকের গান বোসে-বোসে অনেকক্ষণ কথা হল। ফোনের ওপ্রান্তে অরিন্দম বোস, আমার বন্ধু; এই কূলে আমি - তপন বোস। বসে থাকা ছাড়া এখন সেই অর্থে কাজও কিছু নেই। ওই বাড়িতে বসে কথা বলবার সময়ে মাস্কটা অন্ততপক্ষে খোলা সম্ভব। মনের মতন করে শ্বাস নিতে পারার আনন্দ। অরিন্দম দুটো নতুন গান শোনালো - স্বাভাবিকভাবেই ওই সময়ে ও মাস্ক খুলে। আমি গান শুনলাম - মাস্কের দুটো খুঁটি কান থেকে নামিয়ে। উফ্ ! কানে কি যে ব্যাথা ? নাক তো বাতাস থেকে সরাসরি হাওয়া নেওয়া প্রায় ভুলতে বসেছে । এমন করে গান-বাজনা হয় ? যতই virtual virtual বলে লাফাই, actual গানের মজলিস কোথায় একটা ধাক্কা খাচ্ছে না ? কিন্তু উপায় নেই যে। যার যতই আস্ফালন থাকুক, সব ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থেকে। ............... দূরে কোথায় দূরে দূরে সুর ? সে যে চোখ বুজেছে অন্তঃপুরে ..................... অবশ্যই মনের অন্তঃপুরে। আপাতত এই দূরে থেকেই কাছে আসার তোড়জোড় শুরু হয়েছে নানা পক্ষ থেকে। এদ...