আগুন (কবিতা)। Aagun (Poetry)

আগুন (কবিতা)। তপন বসু 

আজ যে কথা রইল বাকি,
পরে বলব বলে।
ফাঁকি পড়ে গেল অনেকটা বলা
সময় গেল চলে।


আজকে ছুটি, বন্দি ঘরে
কালকে ছুটি কাজের ঝড়ে
আজ আর কালে এতই ফারাক
'মন' জানলা বন্ধ করে।

খোলা হাওয়া, মেলা লোকজন
ক্যামেরার চোখে এরাই সুজন 
একাকিত্বের উজান বেয়ে
সংক্রমণে হাসে দুর্জন।

এই 'বিশে' বিষক্ষয় হবে কি হবে না
একুশে আইনে মুখ মোটেই ঢাকা যাবে না -
বাইশে যদি বা শ্রাবণ ভেজায়
এ পৃথিবীর মাটি বন্ধ্যা হবে না।

মহাজাগতিক 'শূন্য' থেকে প্রথমা 'একে'র শুরু -
আদি পৃথিবীর প্রথম অংকে তিনিই নাটের গুরু
অঙ্ক মিলিয়ে প্রদক্ষিণে 
মহাকালের পিতা -
মহাশূন্যের আগুনে পুড়ুক
আগুনে অন্ধ চিতা।

আগুন । তপন বসু । ১১ই জুলাই ২০২০

(c)tapanbasu. all rights reserved
image courtesy > stocksyUnited & unsplash 

Comments

Post a Comment

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু