আপনভোলা (কবিতা) | Aponbhola

আপনভোলা ।  (কবিতা)

ভোলা মন 
যখন তখন  
খেয়াল নিয়েই থাকে ;
খেয়াল খেলায় 
ইচ্ছে-ভেলায় ~
সাতকাহনের সংসার ছেড়ে
আপন সুখে বাঁচে ...।

এই কাহিনীর শুরুর দিকে 
ভোলা, মন বেঁধেছিল নদীর বাঁকে - 
ইচ্ছে ছিল ভাসবে জলে 
নদী যেদিকে এগিয়ে চলে ;
মন আনমনে মাতাল হল 
বাউল গানের তালে -
সেই যে ভোলা ঘর ছেড়েছিল 
ফেরে নি কোন কালে।

কবিগান ...... বাউলগান ......
উদ্দাম জীবনের সুখী কলতান -
বাঁচবার দায় 
ভোলার মাথায় 
কোনই বোঝা নয় ;
প্রকৃতির কোলে পা বাড়িয়ে
দেশান্তরের কূল ছাড়িয়ে
ভোলারা, নবীন অক্ষয়। 

এই ভোলা মন সুখে-দুখে 
উঁকি মারে আনবুকে ;
হারিয়ে যে যাই 
ভোলার ডাকে -
সংসারময় কাজের ফাঁকে, 
হৃদয় আমার যখন তোমার 
আপন হাতের দোলে। 
রোজের কথা 
রূপকথা হয়ে 
বৃষ্টিভেজা বন পেরিয়ে 
মন-বাউলের সুরে দুলে ওঠে 
বসন্ত-হিল্লোলে । ।


------- তপন বসু | ১০ই আগস্ট ২০২০


© tapanbasu. All rights reserved
Image Courtesy - (1) Pinterest (2) goSTOPS

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু