একটু ভেবে দেখুন (পর্ব ৬)-বাঁধ | Ektu Bhebe Dekhun Ep#6
একটু ভেবে দেখুন
পর্ব ৬
আজকের পর্ব - বাঁধ
আজকের পর্ব - বাঁধ
"ভাঙো, বাঁধ ভেঙে দাও" .........
তাসের দেশের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯৩৯-এ তৈরী
করা একটি গান। গানটির শুধু প্রথম লাইনটি আজ যেন প্রকৃতির নিজের কথা। শুনলাম পৃথিবীর সবথেকে বড় বাঁধ (সেটিও চিনে) আজ ভয়াবহ ভাঙ্গনের মুখে। অবিশ্রাম বর্ষণ আর প্রবল বন্যায় সেটি ভেঙে যাবার উপক্রম এবং সত্যিই যদি সেটা ঘটে তাহলে ৪০ কোটি মানুষ ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে। এ কি খেলা ! করোনার উৎস হিসেবে যাকে আজ চিহ্নিত করছে সারা বিশ্ব, বর্জন করতে চাইছে তাদের সামগ্রী; সেখানে আজ প্রকৃতির কি নিষ্ঠুর পরিহাস! কেন সেও আজ বাঁধ ভাঙতে আসে? কেনই বা তার এই রোষ? ফ্ল্যাশ ফ্লাড, আমফান, বানভাসি - কোথাও কি প্রকৃতিও রুষ্ট আমাদের ব্যভিচারে ?
![]() |
বন্যা কবলিত চিন |
![]() |
কোন ভয় নেই, একাগ্রতাই লক্ষ্যের বিষয় |
এখন কোন প্রান্তেই কোন ভারসাম্য নেই। আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে, সহ্যের বাঁধ সীমা অতিক্রম করেছে অনেক দিন, শহরতলির ও গ্রামের সমস্ত বাঁধ ধ্বসে পড়বার অপেক্ষায়। এমন বাঁধ ভেঙে যাওয়ার কথা তো রবীন্দ্রনাথ বলেন নি ! জীর্ণ পুরানো ভেঙে নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছেন যৌবনের হাত ধরে।
আমাদের বোধ হয় এবার সে সময় এসেছে। গদি আঁকড়ে থাকা রাজনৈতিক ঝান্ডাধারী, অর্থনৈতিক অবক্ষয়, নির্বিষ বিদেশনীতি, অদূরদর্শী কূটনৈতিক পাশাখেলা, সীমান্তে দাঁড়িয়ে হিসেবের কড়ি গুনতে বসা - 'তাসের দেশের' এহেন কীর্তিকলাপ এবার বন্ধ হবার সময় এসেছে।
শিক্ষা ও রুচিবোধের স্লোগানে যোগ্যতর নবীনের হাতে জয়পতাকা থাকুক। যাদের মধ্যে কাউকে আমরা আবার 'নেতাজি' বলে ডাকতে পারি, নির্ভর করতে পারি। এই নবীনদের হাত শক্ত করবে বিজ্ঞান-সচেতন বুদ্ধিজীবী, প্রবীণ রাজনীতিজ্ঞ, সাংস্কৃতিক চেতনায় ভরপুর কোন সুযোগ্য কণ্ঠ, দক্ষ কলম। সব সাম্প্রতিক ঘটনা-দুর্ঘটনা পেরিয়ে যদি বেঁচে থাকি, তাহলে সত্যিই সেদিন আমরা মানুষের মত বাঁচব।
আসুন, আমরা এক হয়ে আমাদের মধ্যে থেকেই বেছে নিই আগামীর অগ্রদূতকে। সেই শুভদিনে অমৃতের সন্ধানে হোক 'মাভৈ:' 'মাভৈ:' রব - আমাদের একতার কলরব।
একটু ভেবে দেখবেন !
©tapanbasu.all rights reserved.
image courtesy : (1)xinhuanet (2)stressStop
Comments
Post a Comment