একটু ভেবে দেখুন (পর্ব ৭)-এ টি এম | Ektu Bhebe Dekhun Ep#7

একটু ভেবে দেখুন 
পর্ব ৭
আজকের পর্ব - ATM 

ATM - all time money বা any time money. ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকার নেই । আপনি-আমি যখন খুশি হাতের কাছে কোন এটিএম কাউন্টারে গিয়ে প্রয়োজন 
মত টাকা তুলে আনতে পারি। এটিএম কাউন্টারে লুকোনো 'ক্যামেরা' থাকে, আমরা নিশ্চিন্ত এই ভেবে যে 'সে' আছে। কোথায় আছে বা আদৌ আছে কিনা জানা নেই। কালেভদ্রে যদি টাকা খোয়া যায়, সিসিটিভি ফুটেজ পেলে তবেই বোঝা যায় তিনি আছেন। সে ক্ষেত্রেও অনেক সমস্যা - ক্যামেরা যদি পুরোনো হয় তবে সকলকেই ভোটার কার্ডের ছবির মতো মনে হয়। কি ? সত্যিই কিনা বলুন ?

একটি ফ্যামিলিতে আমিই দেখেছিলাম, ভদ্রলোকের সাত ছেলে। ভোটার কার্ডে সাত জনকেই একরকম লাগছে, শুধু একজনের দাড়ি ছিল বলে তার ঠোঁটের নিচের অংশ থেকে সবটাই কালো। সুতরাং .........  এই তো জীবন। 

বেশ চলছিল, এখন তো আবার অন্য জঞ্ঝাট। সকলের মুখেই মাস্ক। যারা দুস্কর্মের জন্যে এটিএম-এ ঢুকবে, তারা যে করোনা মাস্ক পরবেই সে ব্যাপারে নিঃসন্দেহ। এরাই একমাত্র ভাইরাসের উদাহরণ, যে নিজেকে বাঁচাতে মাস্ক পরে। পারলে সে মাথাও ঢেকে নেবে। বেচারা সিসিটিভি !

"তারপর
তার আর পর নেই, নেই টাকার ঠিকানা, যেটুকু গিয়েছে .......
যেটুকু রয়েছে বেঁচে, তাই সঞ্চয় -
যেটুকু বেরিয়ে গেল, সে আমার নয় ।"

এখন প্রশ্ন - সিসিটিভি-র ওই ফুটেজে কে ধরবে চোর ? অপরাধীকে ধরা কি আদৌ সম্ভব ? তখন তো ওই Footage Footpath-এ ফেলে দেওয়া ছাড়া গত্যন্তর  থাকবে না।

একজন প্রাক্তন ব্যাঙ্ক কর্মচারী হিসেবে ছোট্ট দু-একটা টিপস দিয়ে রাখি। 
  • চেষ্টা করবেন, যে এটিএম-এ সিকিউরিটি গার্ড আছে, সেটি ব্যবহার করতে। 
  • এটিএম পিন দেবার সময় এক হাতে সেটি চাপা দিয়ে রাখবেন, যাতে দুষ্কৃতীর লুকোনো ক্যামেরায় আপনার নিজস্ব এটিএম পিন পড়তে না পারা যায়।
  • দু'টি সেভিংস একাউন্ট অবশ্যই রাখবেন। যেটিতে Online কেনাকাটা করবেন ডেবিট কার্ডের মাধ্যমে, সেই একাউন্ট-এ অপেক্ষাকৃত কম টাকা রাখবেন।
  • যে একাউন্ট থেকে এটিএম-এ টাকা তুলবেন, সেটি শুধুমাত্র ওই কারণেই নির্দিষ্ট করবেন। তাহলে আপনার Close Monitoring করতেও সুবিধে হবে। 
  • এটিএম-এ সিমলেস টাকা তোলবার চেষ্টা করবেন - যেমন SBI Yono । যদিও এই পরিষেবা এখনো সমস্ত ব্যাংকে কার্যকর নয়।     

একটু ভেবে দেখবেন ! 

"একটু ভেবে দেখুন"-এর বাকি পর্ব পড়তে চাইলে নিচে দেওয়া লিংক-এ ক্লিক করুন ।
image courtesy : (1)zeenews   (2)kalingatv

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু

তপনের ডায়েরি ৬ / ৩০ আগস্ট ২০২১