বড়ো বিস্ময় জাগে-পর্ব-২ | Baro Bismay Jaage (Episode-2)
বড়ো বিস্ময় জাগে........
পর্ব-২
যদি রবীন্দ্রনাথ নিজেই ফিরে যেতেন তাঁর স্মৃতিপথে ?
যে মন নিয়ে তিনি ছুটে বেড়িয়েছেন সারা বিশ্ব, জয় করেছেন বিশ্বহৃদয়, বিস্মিত করতো নাকি তাঁকে? যেভাবে আমরা আশ্চর্য হই তাঁর বিভিন্ন কর্মকান্ডে ! তাঁর ভাবনার সুদূর-প্রসারতায় ?
তাঁর দৃষ্টির পটভূমি আলোকিত করেছে বাঙালির চেতনা-শক্তিকে। তিনি বাঙালি জাতির এমন একটি প্রত্যয়ভূমি, যার পুণ্যতীর্থে স্নান করে আর্থ, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের গ্লানি ধুয়ে আসা যায়।
আজ উত্তরকালের পটভূমিতে দাঁড়িয়ে অগনিত উত্তরসাধকের সমগ্র জিজ্ঞাসার কেন্দ্রীয় চরিত্র সেই তিনি। যাঁর শিল্পের প্রতিটি আখর যুগের মাপকাঠিতে আজও শাশ্বত ও সমকালীন।
এই অন্বেষণের দিশারী কিন্তু তিনি নিজেই।যে অন্বেষণের তাৎপর্যে ছড়িয়ে রয়েছে তাঁর সুবিশাল সৃষ্টির ঐতিহ্য, সেখানে উত্তরসাধক অবগাহন করে তাঁর শিল্পসুষমায় স্নাত হবেন তাতে আর আশ্চর্যের কি আছে ?
সাহিত্যিক শ্রী সুকুমার সেন সাহিত্য আলোচনায় এক জায়গায় বলছেন, "ডিটেক্টিভ কাহিনীতে দেখা যায় গল্প এগোয় দ্বিমুখী চিন্তার স্রোতে। এক স্রোতে অপরাধ সংঘটিত হয় অপরাধীর নিজস্ব ভাবনায়; উল্টো স্রোতে গোয়েন্দা অপরাধের গতি-প্রকৃতি নির্ধারণ করেন নানা বিশ্লেষণে - যাতে অপরাধীর হদিশ পাওয়া যায়।"
আমার ব্যক্তিসত্ত্বা বলে, রবিঠাকুরের সৃষ্টির যাবতীয় উপাদানেও এই দ্বিমাত্রিক দর্শণ রয়েছে। তিনি কি ভাবনায় কোন রচনা করলেন সেটা যেমন গবেষণার বিষয়, তার বাইরেও পাঠকের মনে রবীন্দ্রসৃষ্টির যে কোনো উদাহরণ উপস্থিত হয় নানা আঙ্গিকে - পাঠকের নিজস্ব ধ্যানধারণাকে কাঠামো করে। তাকে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তাই হয়তো তাঁকে নিয়ে অন্বেষণ আজও নিরন্তর। সেই নিরিখেই আমার ক্ষুধার্থ মস্তিষ্কে বিশেষতঃ রবীন্দ্রগান নিয়ে নানা প্রশ্ন ও তার উত্তর জড়ো হয়, যার ফলশ্রুতি আমার অপার বিস্ময়-সম্বলিত এই উপাখ্যান 'বড়ো বিস্ময় জাগে'।
উদাহরণস্বরূপ এই মুহূর্তেই একটা গান মনে আসছে । 'তুমি রবে নীরবে, হৃদয়ে মম' - যদিও এই আলোচনা আজ তোলা রইলো পরের পর্বের অপেক্ষায়।
তপন বসু / পৃষ্ঠা-২ / চলবে ......
'বড়ো বিস্ময় জাগে'র পরের পর্ব (৩) পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
'বড়ো বিস্ময় জাগে'র ১ম পর্ব পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
ⓒ Tapan Basu. All rights reserved
'বড়ো বিস্ময় জাগে'র ১ম পর্ব পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
ⓒ Tapan Basu. All rights reserved
Agroho berei chollo prothikkhay roilam
ReplyDelete