সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১৪) | Sobujdweeper Diary Ep#14

সবুজদ্বীপের ডায়েরি । আন্দামান পর্ব-১৪
সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020 । ভোর সাড়ে পাঁচটা .........


সমুদ্রিকা মেরিন ওয়ার্ল্ড অফ আন্দামান বা SMWA - এক ছাদের তলায় আন্দামানের পটভূমির ইতিবৃত্ত। এই যে জারোয়া নিয়ে এতো গল্প, আমাদের মনে জমা হওয়া অনেক প্রশ্ন; আবার উল্টোদিকে ওই আধুনিক সভ্যতার আলো না দেখা প্রাচীন উপজাতিরা, যারা হয়তো বর্তমান পৃথিবীকে ভয় পায় - এই জট পাকানো ভাবনা-চিন্তার জাল ছিঁড়ে বেরনো প্রয়োজন। সৌভাগ্যবশতঃ SMWA-র ডিরেক্টরকে আমি প্রশ্নগুলো করতে সুযোগ পেলাম। উনি বললেন - 'আসলে কি জানেন মিঃ বোস ? আমরা আমাদের সভ্য জাতি বলে বড়াই করি ঠিকই, কিন্তু আমাদের আদিম প্রবৃত্তিগুলো আজও রক্তে রয়ে গেছে। আপনি বিশ্বাস করতে পারেন, শত প্রচেষ্টাতেও বিদেশী চোরা-শিকারীদের অনুপ্রবেশ আমরা রুখতে পারিনি। এরা আসে মূলতঃ কিছু বিশেষ শ্রেণীর কচ্ছপ সংগ্রহ করতে, তাছাড়া অন্যান্য প্রাণী-শিকার তো রয়েছেই। সবচাইতে অপরাধমূলক যে কাজটা করে সেটা হলো, জারোয়াদের হাটে গিয়ে জোর করে মদ ও মারিজুয়ানা খাইয়ে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করা, সম্ভোগের লালসায়। 

এই জারোয়ারা মূলতঃ বেঁচে থাকে সামুদ্রিক মাছ, শামুক, কচ্ছপ ইত্যাদি খেয়ে। এছাড়া ফলমূল, মধু ও শুয়োরের মাংসও খুব পছন্দের। কিন্তু এদের Immunity Power ঠিক আমাদের মতো নয়। ফলে এই অনুপ্রবেশকারীদের স্পর্শে এরা বেশ কয়েকবার মারাত্মক রোগে আক্রান্ত হয় - বিশেষতঃ ওই measles বা হাম জাতীয় - তাতে ওদের এই প্রজাতিটার বিলুপ্ত হবার সম্ভাবনা আরো বেড়ে যায়। আপনারা গতকাল যে রাস্তা দিয়ে বারাটাং দ্বীপে গেলেন, সেটা ১৯৭০-এ তৈরী - Andaman Grand Trunk Road। এই রাস্তার নির্মাণ জারোয়াদের একেবারেই পছন্দের জরিপ ছিল না। তবু সংখ্যালঘু আর পিছিয়ে থাকা উপজাতি সাধ্যমতো প্রতিবাদটা আর করে উঠতে পারে নি। রাস্তায় ওরা খাবারের খোঁজে এলে তবেই আপনারা দেখতে পান"।

প্রভূত তথ্য ও জ্ঞানচক্ষুর উন্মেষে মস্তিষ্ক বেশ ঊর্বর ঠাহর হলো। তাই আজ ডায়েরিটা সঙ্গে নিয়েই বেরিয়েছি। যতটা পারি পাওয়া তথ্যগুলো টুকে রাখব। জলখাবার এসে গেছে, ন'টার মধ্যে বেরোতে হবে। এখন কলমের আঁচড়ে ক্ষণিকের ইতি টানলাম। স্নান করে ঝুরঝুরে হতে ইচ্ছে করছে। স্যুটকেসে দেখলাম এখনো দু'টো না পরা জামা জুলজুল করছে। তারির মধ্যে একটাকে বের করলাম। সভ্য সময়ের সাজসজ্জার প্রলেপ লাগানো আজ আমাদের অভ্যেস। বাহারি পোশাকে, হয়তো বা ছদ্মবেশের বহিঃপ্রকাশে নিজেকে ঢাকবো, জারোয়া হতে পারবো না।  

যাই, চা জুড়িয়ে যাচ্ছে। ............

চলবে .....

আন্দামান ভ্রমণের প্রথম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
পরের পর্বের জন্য এখানে ক্লিক করুন।  
©tapanbasu
photo courtesy : 

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু