সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১৩) | Sobujdweeper Diary Ep#13

সবুজদ্বীপের ডায়েরি । আন্দামান পর্ব-১৩ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020 । রাত ১০ টা ......... বাসের সকলেরই ঘুম-তন্দ্রা ছুটল। সুন্দরবনের অসুন্দর আলোচনা দূরে সরিয়ে জারোয়া-বৃত্তান্তে মৃদু কোলাহল-মুখর হলাম সবাই। জারোয়া যে সশরীরে এখনও বর্তমান, এহেন নির্ভেজাল দৃষ্টান্তে প্রত্যেকেরই চোখে-মুখে তৃপ্তির আভাস। কিন্তু বিস্ময় বাকি ছিল - ম্যানেজার রঞ্জিত মৃদুস্বরে বললে, 'তপনদা, সামনে তাকান, একদম কথা বলবেন না'। আমি কিছু দেখার আগেই ঐ একই কথা পিছনের সিটে রিলে করলাম। এই প্রক্রিয়ায় বাসের শেষ সিট্ পর্যন্ত রঞ্জিতের অমোঘ বাণী গিয়ে পৌঁছলো এবং আমরা কিছু দেখবার প্রতীক্ষায় স্থাণুর মত যে যার সিটে অতি উত্তেজনায় ফেভিকল হলাম। পলকহীন চোখ সরাসরি সামনের পূর্ণ দৈর্ঘ্যের উইন্ড স্ক্রিন-এ। রাস্তার বাঁদিক বরাবর এক জারোয়া মহিলা এগিয়ে আসছে আমাদের বাসের দিকে। কপাল থেকে নীল-লাল-কালো রঙের একটা চওড়া হেয়ার ব্যান্ডের মতো দেখতে সুদৃশ্য বন্ধনীর উপরে তিনটি রঙিন পালক। এই নারীর শরীর সম্পূর্ণ নিরাভরণ, বে-আব্রু। ডানহাতে ধারালো কাস্তের মতো অস্ত্র, সুরক্ষার ম্যাসকট। পিঠে কিছু দিয়ে আটকানো রয়েছে একটা বর...