সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৭) | Sobujdweeper Diary Ep#7
সবুজদ্বীপের ডায়েরি । আন্দামান পর্ব-৭ সবুজদ্বীপের ডায়েরি । 27th February 2020 । রাত ১২ টা ........ বেশ ঘুছিয়ে আজকের ডায়েরি লিখতে বসছি। রাতের খাওয়া-দাওয়া মিটেছে অনেক আগেই। Travel Agent-দের লোকজনকে দেখলাম, সেভাবে কেউই ঘুমোয় না। রাত সাড়ে দশটার মধ্যে মিটে যায় সব টুরিস্ট-এর খাওয়া-দাওয়া। তারপর এরা নিজেরা খেতে বসে - একসাথে। কুন্ডু স্পেশালের পক্ষ থেকে মোট ৬ জন লোক আমাদের পুরো দলের দেখভাল করবার জন্যে রয়েছে। এদের মধ্যে ২জন ট্যুর ম্যানেজার, বাকিরা রান্নাঘর ও ট্যুরিস্টদের অন্যান্য প্রয়োজন সামলানোর কাজে ২৪ ঘন্টা ব্যস্ত। ম্যানেজাররা কখন যে পারমিশন জোগাড় করছে, কখন যে গাড়ির ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করছে, কিছুই দেখা যাচ্ছে না। অথচ, আমাদের কোন কিছু বলবার আগেই সমস্ত তৈরী। আজ আমাদের নীল আইল্যান্ড যাওয়া। এবার সেই গল্প। আমাদের ৪২ জনের দলে ১৪ জন আগে থাকতেই বলে রেখেছিল Neil Island যাবে বলে - এর জন্যে সাড়ে তিন হাজার টাকা করে জনপিছু অতিরিক্ত দিতে হয়। ২৭ তারিখটা কুন্ড স্পেশাল ফ্রি রেখেছিল, এই জন্যে যে - যার যেমন খুশি এই দিনটা উপভোগ করবে। যেহেতু অনেক ছোট ছোট দ্বীপ ছড়িয়ে-ছিটিয়ে রয়ে...