একটু ভেবে দেখুন (পর্ব ৫)-গরম জল | Ektu Bhebe Dekhun-5
একটু ভেবে দেখুন
পর্ব ৫
আজকের পর্ব - গরম জল
করোনা-ভাই রাস-মেলায় জনবোঝাই জমায়েতে সুড়সুড়ি দিতে নেমেছে - তারও যেমন রাশ টানবার আগ্রহ নেই, সাধারণ মানুষও তথৈবচ। যেন - 'পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা'। মনে হচ্ছে যে পথে নেমে 'এনাকে' আপন করে নেওয়াই একমাত্র উদ্দেশ্য। Lockdown 'নাম কা ওয়াস্তে'। এর থেকে Lockdown অনেক বেশি কার্যকরী দেখেছি যখন mill বন্ধ হয়, Manufacturing unit-এর সদর দরজায় হঠাৎ করে তালা ঝোলে।
সুতরাং এই করোনা-কে নিয়েই আমাদের চলতে হবে। শুনছি, গরম জল নাকি এর শ্রেষ্ঠ দাওয়াই। মুখ ধুয়ে নাও, গার্গল করো, খাও এবং স্নান করো। তাই আমার মনে হল, যেমন পুরী বেড়াতে গিয়ে দেখেছি, প্রত্যেক হোটেল-এ ঢোকবার মুখে এক কোণে জলের কল থাকে, সমুদ্রস্নানের পর বালি ধুয়ে ফেলার জন্যে। আমার একান্ত অনুরোধ - পুরসভার কর্তৃপক্ষ, প্রোমোটার, বিল্ডার বা যারা নতুন বাড়ি বানাচ্ছেন বা সংস্কার করবেন ভাবছেন - তারা যদি বাড়িতে ঢোকার মুখে Automated Geyser লাগানো কল লাগান, এবং এটা যদি বাধ্যতামূলক করেন, তাহলে কেমন হয় ? একটু ভেবে দেখবেন !
©tapanbasu.all rights reserved.
image courtesy : (1)hindustantimes (2)thefactsite

Comments
Post a Comment