তপনের ডায়েরি ২ | 24 July 2021

তপনের ডায়েরি ২ । ২৪শে জুলাই ২০২১

এয়ারপোর্ট থেকে ফেরবার পথে বাবলু বলল, 'বাবা, রাস্তায় কোথাও দাঁড়িয়ে চা-জলখাবার খাচ্ছি না। কোবিদ-এ সেটা ঠিক হবে না। তাই না ?

একদম সময়োপযোগী উপলব্ধি। বাড়িতে ফিরেই জলযোগের সে কি আয়োজন ! স্বপ্নার কথা কম, কাজ বেশি। এখন অন্তত। লুচি, আলু-চচ্চড়ি সহযোগে স্থানীয় মিষ্টি খেয়ে ভুলেই গেলাম যে সকালে কলকাতা ছিলাম। মা'র কথা মনে হলেই ভাবি, এখন আর এই মানুষটিকে নিয়ে কোথাও চলতে পারি না। প্রায় ৮৬ বছরে পা দেওয়া মায়ের মনের কাছে শত ইচ্ছে থাকলেও আর পায়ের কাছে এসে চলার আগ্রহ থেমেই যায়। তাই এই বিগত দুটো বছরে মা'কে বাড়িতে রেখে আসতে হয়, যেটা আমাদের চিরাচরিত ফ্যামিলি ট্র্যাডিশনের বিপক্ষে। 

বাবলুর বন্ধু মৈনাক এই "ক্যাডেনজা" সোসিয়েটিতেই থাকে, অন্য একটা টাওয়ার-এ। তার মা কোয়েল স্বপ্নাকে বন্ধু হিসেবে বেশ কাছে পেয়েছে বুঝলাম, যখন স্বপ্না বলল,"চলো, তোমাকে মৈনাকদের বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। আর ওই বাড়িতে তোমার আকর্ষণ তো অপেক্ষা করে যাচ্ছে"। আকর্ষণের কথাটা কাল লিখব। এই দুপুর দুটো বাজল ঘড়িতে। চান করে খাওয়া-দাওয়া করি। 

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু