তপনের ডায়েরি ১ / ২২-জুলাই-২০২১

 
তপনের ডায়েরি ১ / ২২-জুলাই-২০২১
গত পরশু এলাম ব্যাঙ্গালোরে, এখনকার বেঙ্গালুরুতে। কোবিদ আমাদের এমন করেছে, যে ছেলের কাছে যেতেও যেন সাহস পাচ্ছি না। তবু, ইন্ডিগো ৯৯৪ ফ্লাইটে এসে পৌঁছেছি কেম্পগওদা আন্তর্জাতিক বিমানবন্দন্দরে। আমি শেষবার এসেছি ২ বছর আগে, কিন্তু এই পান্ডেমিক সময়টুকুতে কি পরিমাণ কাজ হয়েছে এখানে, তা দেখে বিস্মিত না হয়ে পারি না। ৭ নম্বর বেল্ট থেকে নিজের সুটকেসটি সংগ্রহ করে বেরোলাম বাইরে। আমার ছেলে বুবলু তেমনি নির্দেশ দিয়েছিল। এয়ারপোর্টের বাইরে এসে তো চোখ জুড়িয়ে যাবার অবস্থা। এতো রুচিসম্পন্ন বহিরঙ্গের সাজগোজ, যা ভালো না লাগিয়ে পারে না ।  বুবলু একা নয়, বাইরে এসে দেখি ওর বন্ধু মৈনাক চলে এসেছে গাড়ি নিয়ে, আর সেই গাড়িতে পিছনের সিটে চুপটি করে বসে আছে স্বপ্না - আমার স্ত্রী। আনন্দের আওয়াজ বেশ নিয়মের শৃঙ্খলা পেরোলো। যাক, বোঝা যাবে নিয়ম আছে। মৈনাক আর বুবলু আমার জিনিসপত্র গাড়িতে সাজিয়ে রাখবার পর আমরা রওনা হলাম বাড়ির দিকে, এইচ.এস.আর.-এর পথে। 

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু