শুভ-পরিণয় (কবিতা) by তপন বসু

শুভ-পরিণয় (কবিতা)


কথা ছিল না, গান ছিল 
সুর ছিল বড়ো একা -
ভোরের বেলা জানলা খুলতেই 
সেদিন, বাণীর সঙ্গে দেখা। 

প্রবাহ বড়ই খামখেয়ালি 
লীলা বোঝা বেশ দায় 
কাল তোমার ওই বন্ধু সুজন 
আজ, আমার আঙিনায়। 

বিভাজনগুলো অস্পষ্ট 
তবু, ধরা দেয় অনুভবে -
ভাবি, প্রাণের পরশে পরশপাথর 
গান শোনাবে কবে ?

ভাবনা-ভারেই হঠাৎ দেখা 
অদেখার প্রহর শেষে -
দেখি, গানের খেয়া পাড়ি দিয়েছে
সব পেয়েছির দেশে। 

খোলা আকাশেই গানের বোধি 
কোমল-কড়ির দৃষ্টি -
বাঁধন ছিঁড়েই বাঁধা যদি পড়ে 
আসন্ন ...... 
নতুন গানের সৃষ্টি ।।

তপন বসু / ২রা মে ২০২১

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু