একটু এগিয়ে (কবিতা) by তপন বসু

একটু এগিয়ে
(কবিতা)

এই সময়ের বুকে কি একটু আঘাত লেগেছে,
অভিমানে ধাক্কা ?
নতুন ভাইরাসে নিশ্চিহ্ন বসুন্ধরা,
এ খবর এতোটাই পাক্কা ?

যত বলশালী প্রশ্নের বাণ 
ততো তৎপর উত্তর -
ভয়ের ধ্বজা নিপাত যাক,
ভাইরাসকে বলি "ধুৎ তোর !"

আমরা দেখেছি নতুন জাপান 
বিশ্বযুদ্ধের পরে 
আজ, মানব শক্তি বিলীন হবে,
একদিনের ওই জ্বরে ?


একজন প্রাণী, একটা প্রাণ 
শুধু সেটাই তো নয় সত্যের প্রকাশ !
মৃত্যু এক, শপথ অনেক -
চেতনার শৃঙ্খলে বাড়ে বিশ্বাস। 

স্থবির পৃথিবী বাড়িতে বসে 
সুযোগ দিয়েছে ভাবার 
কি ভাবে লড়বে আগামী জীবন 
যদি মহামারী আসে আবার ?

এমন যুদ্ধ কল্পনাহীন 
নাগরিক অস্ত্র ছাড়াই 
অণু-পরমাণু-জীবাণুর সাথে 
যমে-মানুষে লড়াই। 

কলেরা-হাম-বসন্ত হেরেছে 
টিকা আবিষ্কারের শেষে 
করোনারও আর দাঁত ফুটবে না 
জিতবে না অক্লেশে। 

ঘড়ি যদিও বা থমকে দাঁড়ায়
সময় থামে না -
প্রতি আবিষ্কারের পূর্বরাগে,
নিশ্চিত প্রসব-যন্ত্রণা। 

যন্ত্রণা দিয়ে একটা বছরে  
শিকলে বেঁধেছ ত্রাস -
আর ক'টা দিন সবুর করো 
আসছে...... তোমার সর্বনাশ।

প্রতিরোধের জাল গাঁথা হয়ে গেছে
সুতোটুকু জোড়া বাকি 
এদিকে ধ্বংস, ওদিকে উদয় 
এসো, নির্ভয়ে থাকি।।

- তপন বসু / ৩০শে মে ২০২১
image courtesy : unsplash

Comments

Post a Comment

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু