পাগল (কবিতা) by তপন বসু

পাগল (কবিতা) । তপন বসু 

এলোমেলো শুধু পথ চলা 
আর নিজের সাথেই কথা বলা 
এ পাগল ঢং জানে না 
পাগল বড়ই খোলামেলা। 

এই খোকা, তুই এখানে কেন ?
স্কুল পালিয়ে সিনেমা দেখা !
তুই না জাতির ভবিষ্যৎ ?
খোকা, তুই ছাড়া তোর মা যে একা !

ভুল রাস্তায় পা ফেলা ছেলে 
কি ভেবে ফেরে স্কুলের পথে 
এ পাগল সং সাজে না -
শাসন করে শক্ত হাতে। 

আজ যত সব পাগলগুলো 
এক হয়েছে নীতির দ্বারে 
রাজনীতি আর অর্থনীতি 
না বুঝেই বিলোচ্ছে অকাতরে। 

সেই পাগলের খুব প্রয়োজন 
যার কিছুতেই আসক্তি নেই 
স্বার্থ ছাড়াই লোকের মাঝে
স্বপ্ন বিলোয় এই সমাজেই। 

দূর থেকে শুনি বাউল কণ্ঠ 
'আমি কোথায় পাব তারে'
বাউল কবি পাগল এবার -
ওই তো ! বসন্ত জাগ্রত দ্বারে। 

তপন বসু / ২৪ এপ্রিল ২০২১























Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু