ভুল । কবিতা by তপন বসু

 ভুল । কবিতা 

স্মৃতির পথে বাউল সাজবার জানি না কি প্রয়োজন ?
তবু, স্মৃতিকে ঘিরেই কতো রোমাঞ্চ, কতো না শিহরণ। 
  
এই তো সেদিনের কথা -
বাবার মুখে নেবুলাইজারের নল, বুকে নকল হৃদযন্ত্র 
মৃত্যুশয্যায় ইঙ্গিতে বোঝালেন,
'শান্তি যদি পেতে চাস, কইবি কম শুনবি বেশি 
দেখবি, সেটাই সুখে বাঁচার আসল মন্ত্র'। 

কথাগুলোর অনুরণন ছায়া হয়ে আনাচে কানাচে,
মৃত্যুর পদধ্বনি স্পষ্ট হলো, চলে গেলেন তিনি মেয়াদশেষে -
আমি আজও আছি, বেঁচে ........
সভ্যের হাতে অসভ্যতার কালো দেশে। 

আমার আগামী পৃথিবী স্বচ্ছ, হলেও বা ভারি সুন্দর
পুরোনো আনন্দে, নতুন অভিমানে আজও বুকে জমে কান্না 
অমৃতের পেয়ালায় বিষের চুমুক -
এই অভ্যেসে, মন যে আর এগোতে চায় না।।

তপন বসু / ১লা বৈশাখ ১৯২৮ (15th April 2021) / কলকাতা 

পাদটীকা :-

নির্বাচনের বাজারে স্বার্থলোভীর প্রচারে স্বার্থত্যাগীরা নিষ্পেষিত। সমাজব্যবস্থায় সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার রাজদণ্ডের হাতে। তবুও আমার স্থির বিশ্বাস, একদিন সত্যের জয় হবে। মানুষের মনের রঙ আর পৃথিবীর রঙ - দুটোই হবে সবুজ। কিন্তু এখন যে বড়ো কষ্ট হচ্ছে শ্বাস নিতে। বাঁচব কোন অপেক্ষায়, কিসের প্রতীক্ষায় ? প্রাণভ্রমরা যে আলাদিনের প্রদীপের ধোঁয়া হয়ে গা ঢাকা দিয়েছে বাতাসের বিষের চাদরে। আজকের কবিতা নিজেকে নিয়ে, লড়াইয়ের অনেক হাতিয়ার সঙ্গে নিয়ে - যারা সবাই আছে, তবু থেকেও নেই।

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু