কাব্যগীতি | এসো একসাথে পথ হাঁটি

 

-: কাব্যগীতি :-

রচনা : তপন বসু



এসো একসাথে পথ হাঁটি 
চলো ছুঁই পৃথিবীর মাটি
মুখোমুখি বসে আমরা দু'জন 
জীবনের ছবি আঁকি ।।

দেখো আকাশ রঙে নীল ঢেলেছে,
তারাদের চোখে আলো -
মনটা যদি সবুজ থাকে 
সবই লাগে ভালো
          অচেনা প্রেমে জীবন বাঁধি 
          অদেখাকে খুঁজে দেখি -
চেনা চেনা স্রোতে পা না বাড়িয়ে 
অন্য স্বপ্ন আঁকি ।।

তুমি যদি শেষের কবি আমার কিসে ভয় 
আমার লেখনী তোমার হাতে হোক না কাব্যময় ।

তোমার অপরূপ এই রাজসমারহে 
আমিও অংশীদার
বেহিসেবী মন বড় প্রয়োজন 
সময় পথে নামার
পথভোলাকে পথেই রেখো, 
যেটুকু জীবন বাকি
চেনা প্রগতির ছন্দ পেরিয়ে নতুন স্বপ্ন আঁকি ।।

বাংলা ভাষা দিবস উপলক্ষে নতুন রচনা 
© tapanbasu 
kolkata, the 21st February 2021
image courtesy : fulbright

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু