কবিতা । "হঠাৎ"

 কবিতা । "হঠাৎ"


যদি হঠাৎ হারিয়ে যাই -
পারলে মনে রেখো।
চলার পথ যদি দ্বিখণ্ডিত হয় ?
কোথাও আমাকে ছুঁয়ে থেকো।

এ জীবন যদি বদল দেখে  
হঠাৎ আসা দখিন হাওয়ায় -
জেনো, বৈরাগী মনে রং ধরেছে 
অসুন্দরের পরম বেদনায়। 

যে বাঁশি শোনায় জীবনের গান  
চেনা-অচেনা সুরের জালে 
পথে নামা পথিক তখন 
ভুল করে ফেলে ছন্দ-তালে। 

সামনের পথ কুয়াশা ঢাকা 
ফেলে আসা ঘরে মায়ার বাঁধন 
এগোতে গেলেও পিছনের টান  
একা হওয়া এক অসাধ্য-সাধন।

একক প্রয়াস পারবে কিনা 
পেরিয়ে যেতে অশেষ বাধা -
উত্তর আছে তোমার কাছেই 
তোমার সুরেই গলা সাধা। 

রবির ভাষায় 'একলা চলো'
ছিঁড়ে অচলায়তনের সর্বনাশ - 
আজ তোমাকে নিয়েই একলা হবো 
তুমিই আমার আত্ম-প্রকাশ।

© tapanbasu. All rights reserved.
Photo Courtesy : stocksy/PxHere

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু