দৃষ্টিকোণ (কবিতা) | Tapan Basu

দৃষ্টিকোণ (কবিতা)

চিন্তার জাল বাসা বাঁধে মনে, 
আড়াল মেনে, নিভৃতে, সঙ্গোপনে -
দৃষ্টি মেলে স্বপ্ন-ডানায় 
রঙ ঝরে পড়ে ঘর-আঙ্গিনায়। 

ধনী আবার অভিমানী - সে দুর্বলতা
যার আদরের নাম ভালবাসা -
সময়-অসময়ের পাকদন্ডীতে 
আগ্নেয়গিরির জ্বলন্ত বুক চিরে 
বেরোবার অভিলাষা। 

চিন্তা-ভয়-ভালবাসা
এক ঘরেতেই বাস 
একের বেদনা আনবুকে বাজে 
সুখের সর্বনাশ। 

অস্থি-মজ্জার জীবনখাতায় 
ঘুমন্ত পরশপাথর 
বুকে পুষে রাখা লালিত কুসুম 
প্রথম দেখার আসর।

এতো কাছাকাছি, এতো পাশাপাশি 
তবু দুজনেই একা -
দৃষ্টিকোণে বাঁধা পড়লেই 
আপনজনকে দেখা।


©tapan basu. all rights reserved.
Picture Courtesy > tes / pexels

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু