"বৃষ্টি ভিতর ঘরে" | কবিতা by তপন বসু | Bristi Bhitor Ghore (Poem)

কবিতা "বৃষ্টি ভিতর ঘরে"


বৃষ্টি পড়ছে মনের ঘরে
         ভিজছে ভালবাসা,
বাইরে শরীর ক্ষত-বিক্ষত 
       দোদুল্যমান আশা।

অনেক স্বপ্ন শরীরে পুড়েছে
         রোদ-আকাশের গায়ে,
তবুও শরীর বেঁচে আছে
         মনের আঙ্গিনায়।

সংসারগামী দ্বিপদ কাঠামো 
ঠিক-ভুলের দুই প্রান্তে,
অনেক ইচ্ছে না-ফোটা ফুলে   
ঝরেছে একলা বসন্তে।

মন ও শরীর যখনই পাঠিয়েছে 
বার্তা তাদের সংসারে 
মধ্যমজান বিধিনিষেধ  
তা' উড়িয়ে দিয়েছে নির্বিকারে। 

আজ বৃষ্টি অন্যরকম
         মন ভেজাতে চায়।
শরীর-চাদর সজীব হয়েছে 
প্রকৃতির, স্পর্শ উষ্ণতায়। 

অঝোর ধারা আবার করে
            সবুজ করেছে মন -
পিলসুজে তেল কম পড়লেও 
দেখি, আলোর আয়োজন। 

নতুন সূর্য,ভোরের আলো 
আবার করে লাগছে ভালো 
বৃষ্টি-স্নানে স্নিগ্ধ সকাল 
নিভিয়ে দিয়েছে অপ্রত্যাশিত কালো।  

এই পৃথিবী বড় অভিজাত -
সুন্দরের পূজায় সুন্দরতর,
ওঠো হে অনুভব, জাগো হে চেতনা 
নতুন প্রাণের আবির্ভাবে -
আজ নিজেকে উজাড় করো।  


                               || তপন বসু ||
                            (২২/০৪/২০২১)

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু