কবিতা । রোজের সকাল । তপন বসু

কবিতা । রোজের সকাল । তপন বসু

সকালকে মনে রেখে রাত যে ফুরোয় -
সকালকে ভালবেসে সূর্য-উদয় ;
সকালের আহ্বানে দিনে পথ চলা -
কাঁপা-হাতে চায়ের কাপে 
                      সাবধানী ঠোঁট ফেলা।।

সকালগুলো যে রোজ সকালেই আসে
তবুও সে দিনেরাতে অশরীরে ভাসে ;
সারাদিনে সাজে-কাজে ক্লান্তি ঘুমঘোর -
'মন' খোঁজে আশ্রয়, 
                   'জীবন', কালকের ভোর।।

মাটিতে প্রথম স্নান, সুরের প্রভাব 
পথ-চলা সুরেলা, গানের স্বভাব ;
ক'দিনের এই পথিক-ভ্রমণ 
                      গানের কাছে আসা -
'জীবন' তুমি থাকো, না থাকো -
তোমায় ছুঁয়ে থাকবে 
আমার গান আর সুরেলা ভালবাসা।।

- তপন বসু | 5/7/2019
©tapanbasu. all rights reserved.
photo courtesy :
thelouisaugustjonasfoundation / cgtn

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু