কিছু যে আছে আমারও | Kichhu Je Achhe Amaro (Poem)


কিছু যে আছে আমারও ||  কবিতা

আমার কাছে অনেক আছে -
         ভৈরবী আর আলো আছে
         আঁধার রাতের স্বপ্ন আছে
         আপনজনের স্পর্শ আছে
         গীতবিতানের শব্দ আছে |

আমার কাছে আরো আছে -
                      অন্তরে এক শক্তি আছে
                      মহাশক্তির ক্ষমা আছে 
                      হিসেবী সব খাতা আছে
                      বেহিসেবী চলা আছে |

তবুও যে কেন ভয় আছে ?
                     অনেক পাওয়ার মাঝে কোথাও
                     এইটুকু বোধশক্তি আছে 
                     অবিনশ্বর আত্মাকে ঘিরে
                     এই 'আমি'টার অবসান আছে |

একটা সুপ্ত ইচ্ছেও আছে -
                    এতকিছু প্রাপ্তির জন্যে
                    স্বীকারোক্তির প্রয়োজন আছে
                    সমাজের বুকে আরও সবুজ
                    ছড়িয়ে দেবার ভাবনা আছে ।

কালোর মাঝে আলোর প্রভাব 
প্রকাশিত হোক বাসনা আছে
অশেষ যার লীলার খেলা
সেথা, সমর্পণের খেয়া আছে |
                   আমিত্বকে বাইরে রেখে
                  'তোমাতে' বাঁচবার ইচ্ছে আছে |

ইচ্ছের ভিড়ে এতকিছু -
তাই শেষ একটা ইচ্ছে আছে 
        আমি-তুমির এই সংসার জুড়ে
        প্রতিটি হৃদয় স্পন্দিত হবে
        সকলে গাইবে "জয় হোক" -
        সমবেত বলবে 'অনেক আছে'।

এই দুর্লভ জীবনের সাথে
একের হাতে হাত বাড়িয়ে
        "সবাই মিলে তো বাঁচা আছে" !!!
                           
 - তপন বসু | কলকাতা
(৪ঠা বৈশাখ ১৪২৪ | ১৮ই এপ্রিল ২০১৭)
©tapan basu. all rights reserved
image courtesy : tapan's archive / fineartamerica

Comments

  1. ২০২০ সাল আমাদের জন্যে ঠিক কি বার্তা বয়ে আনতে চায়, তা আজ বছরের অর্ধেক রাস্তা পার করেও ঠিক বুঝে উঠতে পারছি না। বছরটা শুরু হয়েছে স্ব-স্ব-ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশ্বের ৩৪ জন চেনামুখের মৃত্যু দিয়ে - শুধু প্রথম দিনে - ১লা জানুয়ারী ২০২০তে। এরপরের গল্প তো খ্রিস্টজন্মের পরে সবচেয়ে বড় মহামারী, যা মানুষকে হাত কিংবা পা, দুটোর যে কোন একটা বাড়াতেই আতঙ্কিত করেছে - কোবিদ-১৯। তারপর আম্ফান - পঙ্গপাল - আজ নিসর্গ। এই ক'টি ছাড়াও আর যেগুলি মানুষের নিজেদের গড়া ভুলে তৈরী, যেমন হাতি-হত্যা থেকে সীমান্তে জীবন কেড়ে নেওয়া - এ তো আছেই। লক্ষ্য করলে দেখা যাবে, ঠিক কোন পথে জীবনকে 'নিশ্চিন্ত' বলা যায় তার উত্তর আমাদের কারোর কাছেই নেই। সুতরাং বিজ্ঞাপনের বাহারের মতো আমরা যা করছি, সে যে অবস্থানেই হোক, বিজ্ঞাপিত করছি - নিজেদের মূল্যবান ভূমিকা অন্যের চোখে প্রমাণ করতে। বড় অদ্ভুত এক পৃথিবীতে এই মুহূর্তে আমরা রয়েছি। কতদিন যে থাকব, তা আগেও জানতাম না - আজও জানি না। তবে মনে এত ভয় নিয়ে কি আগে কখনও এভাবে বেঁচেছি ? আজ শুধু এটুকুই বলতে পারি, ২০২১ সাল দেখতে পেলে মানুষ নিজেকে ভাগ্যবান মনে করবে।

    ২০১৭ সালে একটা লেখা লিখেছিলাম। যার মনস্তাত্ত্বিক বক্তব্য ছিল, "সকলের 'একসাথে' বাঁচাকেই সত্যিকারের বাঁচা বলে"। আজ আমার শুভানুধ্যায়ী পাঠককূলের হাতে সেই লেখা কবিতাটি তুলে দিলাম।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

তপনের ডায়েরি ৫ / ৫ আগস্ট ২০২১