" বড়ো অসময় - তবু মনে রেখো " । তপন বসু'র ব্লগ থেকে ........

বড়ো অসময় - 'তবু মনে রেখো'

জীবন-সায়াহ্নে এসে মানুষ বড় একাকী হয়ে পড়ে - ঠিক কখন জানেন ? যখন তার স্মৃতিপটে ভেসে ওঠে ফেলে আসা জীবনের হলুদ হয়ে যাওয়া ছেঁড়া পাতা। সঙ্গী খুঁজলেও কে এসে সেই প্রবীণের পিঠে হাত রেখে বলবে, 'কি ভাবছো? আমরা যে তোমার  দেখানো পথেই পা ফেলছি ! তুমি তো একা নও' !!! 

বর্তমান যে বড্ড গতিময় ! কালের চক্রে, আগামীকালকে গুছিয়ে নেবার অভিপ্রায়ে সময় নামক সবচেয়ে মূল্যবান বস্তুটাই যে অধরা! 

এ তো গেলো সাধারণের ঘরের কথা। কিন্তু এ প্রৌঢ়ত্বে পা ফেলা মানুষটি যদি 'সেলিব্রিটি' হন ? তার একা হবার উপায় কই ? তিনি তো প্রতিটি মুহূর্তে চোখে চোখে বাঁধা রয়েছেন সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রিত ছবিওলাদের হাতে ! ভয়, এই বুঝি হারিয়ে গেল scoop ! তাদের পাঠানো তথ্যেই যে আমরা সানন্দে ঢুকে পড়ি সাধারণের ধরা-ছোঁয়ার বাইরে থাকাদের বেডরুমে ! আনন্দে ভেসে যাই, দুঃখে কাতর হই। 

এখন তেমনই দুঃখের ছবি চারিদিকে। 'পৃথিবী ঘরবন্দি' - এই কথাটা অতি-ব্যবহারে কেমন ক্লিশে হয়ে পড়েছে। COVID-19 কার্যতঃ আমাদের এক ভয়ানক সংশয়ের মধ্যে এনে ফেলেছে। বিশ্বজগৎ আবার কবে নিজের ছন্দে ফিরবে ? 

'লাখো লাখো প্রাণ আজ নিষ্প্রাণ 
মহাপ্রয়াণের নেই খতিয়ান 
স্বজন সুজন প্রিয়জন নেই 
অন্তিম যাত্রায় -
নিষেধের ভিড়ে, আড়ষ্ট নিজ-নীড়ে 
দেহ-মন সবই পরশ হারিয়ে 
একাকী-নীরবে শায়িত রয়েছে  
বাঁচবার অছিলায়'।

শুনতে পাচ্ছি এই সময়ে হারিয়ে যাওয়া মানুষের মর্মবাণী - 'তবু মনে রেখো'। যেভাবেই তিনি অমৃতলোকে পা রাখুন না কেন, তাঁর কথাই যেন বারেবার ইন্দ্রিয় ছুঁয়ে যাচ্ছে।  তিনি বলছেন, 'তবু মনে রেখো'। অসময়ে যুবা বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছিল বিক্রম সিং খাঙ্গুরা, সেই ছেলেটি, যাকে গান শেখানোর জন্যে বসে থাকতেন শান্তিনিকেতনের মোহরকণিকা - আমাদের মোহরদি, কণিকা বন্দ্যোপাধ্যায়। সময়ে, অসময়ে - এরা আমাদের ছেড়ে কোথায় গেল ?

আজ আমাদের হৃদয় কাঁদছে ত্রয়ীর মৃত্যুতে - ইরফান খান, ঋষি কাপুর ও চুনী গোস্বামী। তাঁদের আহবান জানাচ্ছেন মারণ-ভাইরাসে এর আগেই জীবন-পথ থেকে ছিটকে যাওয়া আরো কিছু বাঁচতে চাওয়া প্রাণ। আর সুদূর অমৃতলোক থেকে সেই ভেসে আসছে বিক্রমের সুর .......  তবু মনে রেখো ....... যদি দূরে যাই চলে ......

সত্যকে চোখের জলে স্বীকার করে আমাদের সংগীত-অনুরাগীদের জন্যে সেই গান আজ তুলে দিলাম রাগরঞ্জনীর YouTube Page-এ। স্মরণপথের গানের পূজায় প্রণাম জানাই পথহারা পথিকের পায়ে। 

ঘরে বসে এ গান রেকর্ড করেছিল বিক্রম, তার এ পৃথিবী ছেড়ে অন্যলোকে চলে যাওয়ার কয়েক মাস আগে। সহোদর আবির-এর সৌজন্যে এ গান ও আরো ৯টি গান নিয়ে এক মর্মস্পর্শী Compact Disc প্রকাশ করেছিল রাগরঞ্জনী ২০১৪ সালে। যে সিডি'র নাম ছিল -
'না বলা বাণী' ....... 
কি সে বলতে চেয়েছিল ? 
আমরা কি তা জানি ?
গানটি শুনতে ⬇ click করুন ।
Listen to the above song ..... click here

বড়ো অসময় /তপন বসু / ৪ঠা মে ২০২০

(c)tapanbasu. all rights reserved.

Comments

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু

তপনের ডায়েরি ৬ / ৩০ আগস্ট ২০২১