শুভদৃষ্টি | Subhodrishti
শুভদৃষ্টি .... (কবিতা)
'ফিটন' চড়ে মানুষ যায়
আমার মা ভিক্ষা চায় -
ছুঁড়ে দেওয়া খুচরো টাকায়
আমাদের আজ - 'কাল' হয় ।
রাত যখন ঘনিয়ে আসে
'মা' জড়ায় বাহুপাশে
নিঃশব্দ ওই মায়ার ছোঁয়ায়
আকাশের বুকে চাঁদ হাসে ।
সেই রাত্রেই শহরের বুকে
অন্য ছবি আরেক নেশা,
টাকা উড়ছে, দুলছে জীবন,
সমাদৃত নিষিদ্ধ পেশা ।
মায়ের বুকে মুখ লুকিয়ে
ছোট্ট মেয়ে এমনি ভাবে,
শিরদাঁড়াটা সোজা রেখে
রাস্তা হাঁটবে কোন স্বভাবে ?
কাল সকালে আলোর মালায়
হারিয়ে যাবে রাতের কথা,
উত্তরহীন আপোষ নিয়েই
চাপা পড়বে মনের ব্যাথা।
এক-আধটা নয়, অনেক জীবন -
কিভাবে যেন পরের হাতে,
নিষ্পেষিত স্বপ্ন-কুঁড়ি
সরে সরে যায় দূর তফাতে।
তবুও সময় এগিয়ে চলে,
যোগ বিয়োগের হিসেবে কষে -
ছোট্ট মেয়ে মা-দিদিমা,
কি লাভ বলো আজ আফশোসে।
তার মেয়েরও কালকে বিয়ে
সামনে মাসেই মধুচন্দ্রিমা,
মেয়ে মানেই কালকে মা,
কারোর দিদি, কেউ ঠাকুমা।

এই সমাজে এটাই নিয়ম
অন্যথার কোন জায়গা নেই -
পুরুষ তুমি জাগ্রত হও -
নারীত্ব যে মর্যাদা পায়
তোমার বুকের আদরেতেই।।
তপন বসু । ১৫ আগষ্ট ২০১৯
ⓒ Tapan Basu. All rights reserved
Chokhe jol elo.eto sundor lekha narir proti somman thaklei chobi hoye othe.pronam 🙏
ReplyDelete