ইচ্ছে | Ichchhe
ইচ্ছে.......
ইচ্ছে একটা এমন বস্তু
হঠাৎ এসে পড়ে -
ইচ্ছেমত পাবার আশায়
ইচ্ছেকেই চেপে ধরে |
ইচ্ছে-কুঁড়ি ফুটছে না ফুলে
মনটা কেমন মুষড়ে আছে
ইচ্ছেগুলো সুদূর হলেই
হার মানছে মনের কাছে |
ইচ্ছে হল মনের প্রকাশ
ভাব কুড়োতেই ভাবনা সারা
ভবের ঘরে ভাবের বিলাস
ইচ্ছেরা সব দিশেহারা |
যদি কোনোদিন ইচ্ছেরা সব
মনের নাগাল হারিয়ে ফেলে,
নতুন কুঁড়ি ফুটবে কোথায় ?
মন পড়বে অথৈ জলে |
ভালবাসাও যে ইচ্ছেরই রূপ
ইচ্ছে যদি সবুজ থাকে
স্বমহিমায় জ্বালো |
মনের সাথেই দেয়ানেয়া
মান-অভিমান খেলা,
ইচ্ছেপাত্র এমনি করেই
ব্যস্ত সারাবেলা |
সত্যি যদি মন একা হয়
ইচ্ছেরা সব যাবে কোথায় ?
মন ছাড়া কে আপন আছে
একটু হলেও দেবে প্রশ্রয় ?
মনের ঘরেই ইচ্ছের বাস
বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস -
তাই..... ইচ্ছেকুঁড়ি মেলুক ডানা
এর ফলাফল ? Just ভাবা যায় না ||
ⓒ Tapan Basu. All rights reserved
Just ভাবা যায় না
ReplyDeleteReally so, as I thought.
Deleteঅপূর্ব! আপনিই পারেন। 🙏🌷
ReplyDeleteঅনেক ধন্যবাদ। পারি কিনা জানি না, তবে চেষ্টা করে তো দেখতে পারি।
DeleteEcche gulo joro hok ro ro
ReplyDeleteজড়ো হয়ে রয়েছে বড়
Deleteলেখায় হচ্ছে সড়গড়।
ইচ্ছে আমার ও এলো আজ
ReplyDeleteতোমার চরণ ছুঁই।
ইচ্ছে ডানা মেলে উড়ে
তোমার কথা কই।
🙏🙏🙏🙏
ভাল লেগেছে ? খুব আনন্দ পেলাম।
Delete