আতঙ্ক | Atonko


আতঙ্ক 



জীবন এখন ঘরে বসে কাটাচ্ছে দিন-কাল গুনে -
আতঙ্কেরই জাল বুনে।
বালক বীরের মতো তুমি করলে বিশ্বজয়
এ তুমি জানোই নিশ্চয় -
মানুষ মোরা মরণপথে,
স্মরণকালের গান শুনে।

এ ভয় আমার বড়ো অজানা
জন্ম-মন্ত্রে মৃত্যু নিশানা -
খেলার ছলে মৃত্যু কেমন
গ্রাস করেছে আনমনে,
আতঙ্কেরই জাল বুনে।

চেয়েছি যাকে সঙ্গোপনে
আমার লেখা অভিধানে -
তার স্বপ্ন অন্তরালে
মৃত্যুরুপীর  আগমনে -
পালাই আমি কোন বনে।

ভয় আর ভয়, কোনো কথা নয়
সারা পৃথিবীর চোখে বিস্ময়,
সুস্থ যে, তারও মনে সংশয়
লুকোবে সে আজ কোনখানে ?
কে বলে দেবে তার কানে ?

ভালোবাসা, তুমি কেমন আছো ?
মুখ ঢেকে রেখো সাবধানে
জানতে চেয়ো না বেঁচে আছি কিনা,
আমার গান আর বাজবে কিনা,
তোমার মনের প্রাঙ্গণে।


চোদ্দ দিনের নির্বাসনে -
সংবাদের চোখ মহাশ্মশানে
ঘরে খিল, তবু মৃত্যু-মিছিল-
থামবে কবে কে জানে ?
জনমিছিলের আহ্বানে -
'ভয়' সরবে জয়গানে ?


এই পৃথিবী ঝড়ের পাখি
বিপদে বাঁচবো সাহস রাখি-
গবেষণারা বেড়ে উঠছে
গবেষকদের নিয়ন্ত্রণে -
ভাইরাস ভয় নির্মূল হবে
আর মাত্র ক'দিনে -
আস্থা রেখো সেই দিনে।

আবার তোমার সঙ্গী হয়ে
মন হারাবো আনমনে
পথের ধুলোয় গাছের ছায়ায় 
দেখা হবে নির্জনে -
মন রাঙাবো ফাল্গুনে ।

তপন বসু  ।  ১লা এপ্রিল ২০২০



ⓒ Tapan Basu. All rights reserved








Comments

  1. Bhison touch korlo lekhata.bhalo thako sustho thako sobai.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

তপনের ডায়েরি ৭ / ৩১ আগস্ট ২০২১

স্টেরয়েড ছোট গল্প রচনা : তপন বসু

তপনের ডায়েরি ৬ / ৩০ আগস্ট ২০২১