ভয় CORONA | Bhoy Coro-Na

ভয় করো-না আস্থা থাকুক নিজের প্রতি বিশ্বাস থাকে প্রাণে 'CORONA'তে অতি প্রভাবিত না হয়ে সময় কাটুক গানে । আজ আমাদের বন্দিদশা ফন্দি যে কার জানি না, হোয়াটস্যাপ-এর মেসেজের ঝড় ইচ্ছে হলেও মানি না । ক'দিন আগের নোটবন্দি সাদায়, কালোর চালে মানবজাতির মধ্যমস্তর, পার করেছিল বিপদসীমা উচ্চস্তরের জালে । বিশ্বজোড়া ত্রাস নিয়ে আবার মানুষ বন্দি হলো ভাইরাস সংক্রমণে - এই পৃথিবী রাশ টানুক, যথেচ্ছাচারে - মানবতার প্রতিটি কোণে । নানা মতের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার এ সব নিয়েই ব্যস্ত জীবন বুদ্ধি-সত্তা নির্বিকার । সচেতনতা জাগ্রত হোক স্বার্থলোভী তফাৎ যাক, মানুষের হাতে গড়া পৃথিবী মানুষের হাতেই সুন্দর থাক ।। - তপন বসু । ২২ মার্চ ২০২০ YouTube ভিডিও লিঙ্ক - ক্লিক here ...